অনেকেই চাইলেন টব সমেত প্রিয়তমাকে গোলাপ ফুল উপহার দিতে। যাতে সারাবছর ভালবাসার ফুল পায় প্রেয়সী। ৫০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে গোলাপ চারা। টব সমেত নিলে আরেকটু বেশি দাম পড়ছে। ভ্যালেন্টাইন ডে কে সামনে রেখে যশোর রোডের পাশে গুমা এলাকার বিভিন্ন নার্সারিতে তাই এখন গোলাপ গাছ কিনতে ভিড় যুবক-যুবতীদের।
advertisement
আরও পড়ুন: এমন টোটো কেউ দেখেনি! টোটো চালকের কাণ্ড দেখুন! তুমুল ভাইরাল ভিডিও
এখানকার নার্সারী মালিকদের দাবি, ভালবাসার সপ্তাহে প্রতি দিন প্রায় ৫০০ পিস করে বিক্রি হচ্ছে গোলাপের চারা। সারাবছর গাছের চাহিদা থাকলেও, প্রেম দিবস উদযাপনে অনেকাংশেই বেড়েছে গোলাপ গাছের চাহিদা। টব সমেত গোটা গোলাপের চারা বিক্রি করে তাই রীতিমতো হাসি ফুটছে বিক্রেতাদের মুখে। ক্রেতারাও জানালেন, শুধু গোলাপ ফুল দিলে কিছুদিন থাকার পরই নষ্ট হয়ে যাবে সুন্দর ফুলটি। তবে গাছ সমেত থাকলে একটি নয়, এরকম অনেক ফুলই ফুটবে প্রিয়তমার আঙিনায়। আর সেই কারণেই গোটা গোলাপ গাছ কেনার হিড়িক পড়েছে ভালবাসার স্মৃতি চিহ্ন কে আরও সতেজ রাখতে।
Rudra Narayan Roy