পেশাগত ব্যস্ততা, সাংসারিক চাপ থেকে সাময়িক বিরতি নিয়ে খুব কম সময়ের জন্য অন্য জগতে পৌঁছে যেতে ঘুরে আসতেই পারেন মৌসুনি দ্বীপ থেকে। এখানে জোয়ারের সময় সমুদ্রের জলের উপরে তৈরি মাচায় থেকে সময় কাটানোর একটা আলাদা অনুভূতি রয়েছে। রাতে এই দ্বীপে তৈরি হয় এক নৈস্বর্গিক পরিবেশ। নিয়ন আলোয় মুড়ে যায় গোটা দ্বীপ। কাপলদের জন্য একদম আদর্শ এই দ্বীপ। এই দ্বীপের প্রধান আকর্ষণ হল এখানকার শান্ত সমুদ্র। জোয়ারের সময় জল একদম পাড়ের কাছে চলে আসে। তবে জলের বিক্রম নেই, ফলে ভয় নেই। ভাটার সময় জল একটু নীচে নেমে যায়। সেসময় সমুদ্রসৈকতে পর্যটকরা নিজেদের মনের মত করে ঘুরে বেড়ান।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এখানে যেতে হলে শিয়ালদহ স্টেশন থেকে নামখানা লোকাল ধরে নামখানায় নামতে হবে। এরপর সেখান থেকে টোটো অথবা ম্যাজিক ভ্যানে দুর্গাপুর-বাগডাঙ্গা ঘাট, পাতিবুনিয়া ঘাট, হুজ্জুতি ঘাটের মধ্যে যেকোনও একটি ঘাটে গিয়ে চিনাই নদী পেরিয়ে পৌঁছে যেতে পারেন মৌসুনিতে। এই দ্বীপে যারা ঘুরতে আসেন সকলের একটাই মত, এই দ্বীপ কাপলদের জন্য আদর্শ একটি জায়গা। ফলে ভ্যালেন্টাইন্স উইকে এই দ্বীপে ঘোরা যেন মিস না হয় আপনাদের। নির্দ্ধিধায় ঘুরে আসুন আপনিও, আর উপভোগ করুন অন্য একটি জগতকে।
নবাব মল্লিক