TRENDING:

Valentine's Day-Travel : ভ্যালেনটাইন্স ডে-তে কাপলদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে এখানে! জমে উঠবে প্রেম

Last Updated:

Valentine's Day-Travel : শহরের মাঝে এক টুকরো গ্রামের ছোঁয়া, ভ্যালেনটাইন্স ডে-তে প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর আদর্শ জায়গা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: শহরের ব্যস্ত জীবন থেকে সামান্য স্বস্তির নিঃশ্বাস নিতে জঙ্গলমহল পুরুলিয়ার মানুষেরা ছুটে যান অযোধ্যা পাহাড় বা পাহাড়তলির বিভিন্ন গ্রামে। তবে হাতের কাছেই যদি থাকে মাইন্ড রিফ্রেশমেন্ট এর ব্যবস্থা তাহলে মন্দ হয় না। পুরুলিয়া শহরের উপকণ্ঠে রয়েছে একটি রেস্তোরাঁ। যে রেস্তরায় গেলে মনে হবে কোনও গ্রামে চলে আসা হয়েছে। ‌ নিখুঁত বাঁশের কারুকার্যে তৈরি এই রেস্তোরাঁ। এছাড়াও রয়েছে পুরুলিয়ার বিভিন্ন লোকোসংস্কৃতির ছোঁয়া।
advertisement

শহুরে কোলাহল থেকে কিছুটা দূরে এই রেস্তোরাঁ হওয়ায় প্রিয়জনকে নিয়ে অনেকেই ছুটে যান এখানে। ‌ এখানকার পরিবেশ মন ভরে যায় সকলের। গ্রাম্য এই পরিবেশের পাশাপাশি এখানে রয়েছে একটি সেলফি পয়েন্ট। ‌ যেখানে দাঁড়িয়ে অনেকেই সেলফি তুলে থাকেন। ‌ এছাড়াও এই রেস্তোরাঁয় বিশেষ দিনগুলো বিশেষভাবে উদযাপন করার ব্যবস্থা থাকে। সামনে ১৪ফেব্রুয়ারি অর্থাৎ প্রেম দিবস। আর এই প্রেম দিবসে নিজের প্রিয়জনকে নিয়ে সময় কাটাতে অনেকেই এই জায়গাটি বেছে নিচ্ছেন।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

এ বিষয়ে রেস্তোরাঁয় আসা গ্রাহকেরা বলেন , শহরের কোলাহল থেকে একটু স্বস্তি পেতে গেলে দূরে কোথাও যেতে হয় তাদের কিন্তু এই রেস্তোরাঁ শহরের মাঝেই তাদেরকে গ্রাম্য পরিবেশের আনন্দ দেয়। ‌ এখানে আম্বিয়েন্সের জন্যই তারা বারে, বারে ছুটে আসেন। শহরের মাঝে যেন এক টুকরো গ্রাম। এছাড়া প্রিয়জনকে নিয়ে সময় কাটানোর জন্য খুবই আদর্শ এই জায়গা। তাই ভেলেন্টাইন্স ডে-র প্ল্যান এই জায়গায় হতেই পারে।

advertisement

View More

আরও পড়ুন: এবার দিঘাতেই মিলবে গোয়ার মজা! সস্তায় উপভোগ করুন ছুটি! জানুন

এ বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে , রেস্তোরাঁয় তারা বিশেষ দিনগুলো বিশেষভাবে পালন করার ব্যবস্থা করে দেন। মানুষ যাতে একটু অন্যরকম ভাবে নিজেদের প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারেন তার জন্যই তাদের এই থিম রেস্টুরেন্ট। গ্রাম্য পরিবেশের অনুভূতি হয় এখানে। ভ্যালেনটাইন্স ডে-তেও সারপ্রাইজের ব্যবস্থা করা হয়ে থাকে। ‌ভ্যালেন্টাইন্স ডে অনেকেই প্রিয় জনকে নিয়ে নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করেন। তাই তাদের জন্য আদর্শ পুরুলিয়া শহর থেকে সামান্য দূরে অবস্থিত এই গ্রাম্য পরিবেশের রেস্তোরাঁ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentine's Day-Travel : ভ্যালেনটাইন্স ডে-তে কাপলদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে এখানে! জমে উঠবে প্রেম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল