Digha: এবার দিঘাতেই মিলবে গোয়ার মজা! সস্তায় উপভোগ করুন ছুটি! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: আর গোয়া যেতে হবে না! দিঘাতেই এবার পেয়ে যাবেন গোয়ার মজা! খবর ছড়াতেই জমছে পর্যটকদের ভিড়
advertisement
যদিও শেষ পাঁচ বছরে দিঘায় পর্যটক এর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে প্রতিটি ঋতুতে। দিঘায় পর্যটকের বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সদা সচেষ্ট প্রশাসন। এবার দিঘার নানা ধরনের ওয়াটার রাইডগুলির সুরক্ষা নিয়ে কড়া হচ্ছে পর্যটক প্রশাসন। দিঘার ওয়াটার রাইড ব্যবস্থা খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছে প্রশাসন।
advertisement
advertisement
এর পাশাপাশি অন্যান্য সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্রের মতো দিঘাতেও নানান ধরনের ওয়াটার রাইডের অ্যাডভেঞ্চার উপভোগ করছে পর্যটকেরা। দিঘায় মূলত স্পিডবোট, প্যারাসুট, প্যাডেল বোটিং প্রভৃতি ওয়াটার রাইড রয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থা ওয়াটার রাইডগুলি পরিচালিত হয়। এর মধ্যে স্পিডবোটই বেশি জনপ্রিয়। উত্তাল সমুদ্রের বুক চিরে তীব্র বেগে ছুটে চলে স্পিডবোট। দিঘায় সমুদ্র স্নানের পাশাপাশি স্পিডবোট চেপে সমুদ্রে পাড়ি দেওয়ার মজা উপভোগ করেন বহু পর্যটকরা।
advertisement
advertisement
advertisement
advertisement
ওয়াটার রাইড যাবতীয় নিয়ম মানা হচ্ছে কিনা বা পর্যটকদের সুরক্ষায় কোনও খামতি থাকছে কিনা, সেই দিকে দেওয়া হয় বিশেষ নজর। পাশাপাশি দুর্ঘটনা এড়ানোর জন্য আরও কী কী ব্যবস্থা নেওয়া যায়, এবং কোনওভাবেই যাতে কেউ লাইসেন্স ছাড়া ওয়াটার রাইডের ব্যবসা না চালায় তা নিশ্চিত করার জন্য উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। (তথ্য: সৈকত শী)