TRENDING:

Valentines Day 2023: নিবেদনে মিলায় ভালোবাসা! প্রোপোজ ডে-তে ভালোবাসার নারীর মন ভোলাতে ব্যবহার করুন এই পাঁচ টোটকা!

Last Updated:

কী ভাবে নিজের ভালোবাসার নারীকে জানানো যায় মনের কথা! রইল তারই কয়েকটি টিপস!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  হাতে আর সময় নেই। অনেক দিনের না বলা কথা এবার বলে ফেলা খুব জরুরি। দিনটা প্রোপোজ ডে হলে তো কথাই নেই; না হলেও প্রস্তাবটা পেশ করে ফেলা দরকার খুব সুন্দর ভাবে। আর সেই বলে ফেলার জন্য একটা দারুন পরিবেশ তৈরি করে নিতে পারলে প্রস্তাব পাশ হয়ে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি।
কী ভাবে নিজের ভালোবাসার নারীকে জানানো যায় মনের কথা! রইল তারই কয়েকটি টিপস!|
কী ভাবে নিজের ভালোবাসার নারীকে জানানো যায় মনের কথা! রইল তারই কয়েকটি টিপস!|
advertisement

কী ভাবে নিজের ভালোবাসার নারীকে জানানো যায় মনের কথা! রইল তারই কয়েকটি টিপস—

১. রোম্যান্টিক মুভি ডেট

দিন তারিখ যাই হোক না কেন, রোম্যান্টিক মনটা থাকা দরকার। তাই খুঁজে খুঁজে একটি রোম্যান্টিক ছবি দেখাতে নিয়ে যাওয়াই যায় মনের মানুষটিকে। ছবির রোম্যান্সের সঙ্গে তাল মিলিয়ে বলে ফেলা যাবে নিজের মনের কথাও। তবে সতর্ক থাকতে হবে ছবির নায়ককে নিয়ে। তাঁকে যদি অপছন্দ হয়, তবে মুভি ডেট মাঠে মারা গেল। আবার যদি অতিরিক্ত পছন্দ হয় তবে... নিজের প্রস্তাব পাশ করাতে কী কী করতে হবে তা আগে ঠিক করে রাখাই ভাল।

advertisement

আরও পড়ুন: মনের কথা আনুন মুখে, জানান ভালবাসার পুরুষটিকে! কীভাবে প্রোপোজ করা যায়, জেনে নিন এই প্রোপোজ ডে-তে!

২. টেক্সট প্রপোজ

এর থেকে সহজ নিরাপদ উপায় বুঝি আর কিছু হয় না। গবেষণা বলছে ৯ শতাংশ পুরুষ শেষ পর্যন্ত প্রোপোজ করতেই পারেন না, তাঁদের স্নায়ুর জোর কমে যায়।

advertisement

তাই দূর থেকে একটি সুন্দর মেসেজ করে মনের কথা বলে ফেলা যায়। তুলে দেওয়া যায় ভাল কোনও কবিতা, গানের পংক্তি, তা নিজের হোক বা প্রিয় কবির। তবে যে কোনও কথা বলার লেখার সময় সতর্ক থাকতে হবে। নিবেদন যেন যথাযথ হয়।

৩. শিল্পে প্রেম

নিজের মধ্যে শিল্প বোধ থাকলে প্রোপোজ করার কায়দা অবশ্যই আলাদা হবে সকলের থেকে। প্রিয় নারীর ছবি এঁকে দেওয়া যেতে পারে অথবা তাঁর উদ্দেশে গাওয়া কোনও রোমান্টিক গান গেয়ে। চাইলে মন ভোলানো একটি নাচও করা যেতে পারে।

advertisement

৪. উপহার

উপহার পেতে কার না ভাল লাগে! তাই উপহার হাতে নিয়ে প্রোপোজ করা সব থেকে নিরাপদ। তবে খেয়াল রাখতে হবে পছন্দের দিকে। খুব ভাল করে বুঝে নিতে হবে কেমন জিনিস পছন্দ করেন তিনি। না হলে কোনও উপকার নেই।

৫. রান্নায় প্রেম

আজকাল অনেকেই বিবাহপূর্ব জীবনে একত্রবাস করেন। তাঁদের ক্ষেত্রে রান্না একটা বড় বিষয়। বিশেষ কোনও পদ রান্না করে নিজের ভালোবাসার কথা আরও একবার জানানো যেতে পারে। আলাদা থাকলেও বাড়ি থেকে রেঁধে নিয়ে যেতে নেই মানা।

advertisement

আর তাঁরা... যাঁরা দীর্ঘদিন বৈবাহিক সম্পর্কে রয়েছেন? সন্তান, সংসারের মোহে একেবারে হারাতে বসেছেন জীবনের প্রথম কদম ফুল? তাঁরা না হয় আরও একবার প্রোপোজ করে ফেলুন নিজের ভুবনমনোমহিনীকে। আবার শুরু হোক প্রেমের খেলা। সেক্ষেত্রে একবেলা রান্না করে দিতে পারলে মন জয় করে নিতে কোনও অসুবিধাই হবে না। তবে সাবধান! রান্নার পর গ্যাসের টেবিল, সিঙ্ক, মেঝে, থালা বাসন ইত্যাদি ভাল করে পরিষ্কার করে রাখা দরকার। কোথাও কোনও রকম তেল হলুদের দাগ লেগে থাকলে হিতে বিপরীত ঘটতে পারে, তার দায় নিউজ ১৮ বাংলা নেবে না!

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentines Day 2023: নিবেদনে মিলায় ভালোবাসা! প্রোপোজ ডে-তে ভালোবাসার নারীর মন ভোলাতে ব্যবহার করুন এই পাঁচ টোটকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল