অতএব, এই ভ্যালেন্টাইন্স উইকের দ্বিতীয় দিন, অর্থাৎ প্রোপোজ ডে-তে এসে মনের কথা মুখে আনতে হবে আলবাত, তবে ঝুঁকি নেওয়া যাবে না। বিনোদিনীর মতো ভুল করলে চলবে না। এমন ভাবেই বলতে হবে সেই কথা পছন্দের বিশেষ পুরুষটিকে, যাতে তাঁর ঠোঁটের কোণে ফুটে ওঠে সম্মতির স্পষ্ট হাস্যময় ইঙ্গিত।কীভাবে? জেনে নেওয়া যাক সেই কথাই!
উপহারের ডালি
পছন্দের পুরুষ যা ভালবাসেন, তা সুন্দর করে সাজিয়ে তাঁর হাতে তুলে দেওয়া যায়। সঙ্গে জানানো যায় সন্ধ্যেটা একসঙ্গে কাটানোর আমন্ত্রণ। এতেই কিন্তু অর্ধেক কাজ হয়ে যাবে, হাজার হোক, ভ্যালেন্টাইন্স উইক চলছে, এ যে সবার জানা। তিনি যদি সেই উপহার গ্রহণ করেন আর সন্ধ্যেবেলা এসে হাজিরাও দেন, তার মানেই তিনি ভালবাসেন। এবার বাকিটুকু বললেই পথ বেঁধে দেবে বন্ধনহীন গ্রন্থি।
হৃদয়ের পথে
প্রবাদ বলে, পুরুষের হৃদয়ের পথ না কি যায় পেটের আনাচ-কানাচ দিয়ে। তাই সই! তিনি যা খেতে ভালবাসেন, জুতসই কোনও রেস্তোরাঁয় নিয়ে গিয়ে তেমন একটা ট্রিট দিলেই তো হয়। আর তার ফাঁকে বলে দেওয়া যায় মনের কথা। এরকম একটা ডেট যে সবাই বছরভর চালিয়ে যেতে চাইবেন, এমনকী আজীবনও, তা হাতেনাতে করে দেখলে কিন্তু ঠকতে হবে না।
তাহলে কোনটা ঠিক হল? যেটাই হোক, মনের কথা আজ কিন্তু না বললেই নয়!