TRENDING:

Vaginal Hygiene : যৌনরোগ থেকেই সাদা স্রাব? ভ্রান্তি কাটিয়ে যত্ন নিন গোপনাঙ্গের

Last Updated:

ভ্যাজাইনাল হাইজিন (Vaginal Hygiene) নিয়ে ভুল ধারণা ভেঙে এগিয়ে চলা প্রয়োজন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের সমাজে যৌনশিক্ষা নিয়ে কথা বলা নিষিদ্ধ৷ আর মেয়েদের গোপনাঙ্গ নিয়ে আলোচনা তো অত্যন্ত গর্হিত৷ এর থেকে জন্ম নেয় ভুল ধারণা৷ যার মাশুল দিতে হয় মেয়েদের৷ স্ত্রীরোগের শিকার হয়ে জটিল হয়ে পড়ে পরিস্থিতি৷ ফলে ভ্যাজাইনাল হাইজিন (Vaginal Hygiene) নিয়ে ভুল ধারণা ভেঙে এগিয়ে চলা প্রয়োজন৷
ভ্যাজাইনাল হাইজিন (Vaginal Hygiene) নিয়ে ভুল ধারণা ভেঙে এগিয়ে চলা প্রয়োজন
ভ্যাজাইনাল হাইজিন (Vaginal Hygiene) নিয়ে ভুল ধারণা ভেঙে এগিয়ে চলা প্রয়োজন
advertisement

মিথ: যৌনরোগ বা সংক্রমণ থেকেই সাদা স্রাব হয়

সাদা স্রাব সম্পূর্ণ স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া৷ এর মানে এই নয় যে আপনি যৌনরোগ বা ঈস্টজাতীয় কোনও সংক্রমণের শিকার৷ আপনার জীবনযাত্রা, পরিবেশ বা শরীরে কোনও পরিবর্তন এলে তখনই সাদাস্রাব হয়৷ বেশি পরিমাণে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন৷

মিথ: গোপনাঙ্গ পরিষ্কার করুন সাবানে

advertisement

এটা সবথেকে বড় ভুল ধারণা যে প্রতিদিন সাবান দিয়ে গোপনাঙ্গ পরিষ্কার করতে হবে৷ বরং, গোপনাঙ্গের জন্য সাবান খুব কড়া হয়ে পড়তে পারে৷ শুধু জল দিয়েই নিয়মিত গোপনাঙ্গ পরিষ্কার করুন৷

আরও পড়ুন : গরমে ঘামাচি থেকে দূরে থাকতে মেনে চলুন সাধারণ কিছু নিয়ম

মিথ: একটাই স্যানিটর ন্যাপকিন দিনভর

advertisement

অনেক মহিলাই ঋতুস্রাবের সময় স্যানিটরি ন্যাপকিন পাল্টানোর প্রয়োজন বোধ করেন না৷ বিশেষ করে যাঁদের স্রাবের পরিমাণ কম, তাঁরা স্যানিটরি ন্যাপকিন পাল্টানোর কথা ভাবেনই না৷ একটাই ভিজে ন্যাপকিন দিনভর ব্যবহার করলে আর্দ্রতা থেকে সংক্রমণ হয়৷ গোপনাঙ্গ লাগোয়া ত্বক সবথেকে বেশি স্পর্শকাতর৷

আরও পড়ুন : পাউডার নয়, ঘামাচির জ্বালা কমান এই ঘরোয়া টোটকাগুলিতে

advertisement

মিথ:  গোপনাঙ্গ নিয়মিত শেভ

গোপনাঙ্গ নিয়মিত পরিষ্কার করা সুঅভ্যাস৷ কিন্তু নিয়মিত না করলেও অসুবিধে নেই৷ বরং বেশি শেভ করলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়৷ ভ্যাজাইনায় পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায়৷

আরও পড়ুন : পলাশ-লাল পুরুলিয়ার জঙ্গলে চিতাবাঘ! ধরা পড়ল বন দফতরের ক্যামেরার ছবিতে

মিথ: গোপনাঙ্গের জন্য বিশেষ উপকরণ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

বিজ্ঞাপনী চমক থাকলেও বিশেষ উপকরণ যে গোপনাঙ্গের জন্য প্রয়োজন হবেই, তার কোনও মানে নেই৷ বরং রাসায়নিকের প্রভাবে পিএইচ মাত্রা নষ্ট হয়ে সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Vaginal Hygiene : যৌনরোগ থেকেই সাদা স্রাব? ভ্রান্তি কাটিয়ে যত্ন নিন গোপনাঙ্গের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল