গরম পড়তে না পড়তে টেলিভিশন ছেয়ে যায় ঘামাচি রোধক পাউডারের বিজ্ঞাপনে৷ প্রত্যেক সংস্থারই দাবি, তাঁদের তৈরি পাউডারে ঘামাচি নির্মূল হয়ে যায়৷ কিন্তু জানেন কি, পাউডারে রোমকূপ বন্ধ হয়ে গিয়ে হিতে বিপরীতও হয়৷ তাই, ঘামাচি সারাতে ভরসা রাখুন ঘরোয়া উপকরণেই৷ (Home remedies to prevent prickly heat)