কিন্তু নিজের ত্বকের যত্ন নেওয়ার পথ তবে কী! নতুন নতুন কত পণ্যই তো বাজারে আসে, ত্বকের যত্নের জন্য। সব কিছু সকলের ত্বকে কাজ করে না, পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে। আবার সব পণ্য সাশ্রয়ীও নয়।
এ দিকে গত কয়েক বছরে রমরম করে বেড়েছে ইন্টারনেট কনটেন্টের বাজার। ইন্টারনেটে হাজার হাজার ইনফ্লুয়েন্সার নানা ধরনের টিপস দিয়ে চলেছেন সৌন্দর্য নিয়ে। তা হলে কোনটি মেনে চলা উচিত!
advertisement
আরও পড়ুন: মেদহীন শরীর পেতে আমলকীর চা! ওজন কমাতে আজ থেকেই ডায়েটে যোগ করুন
প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া সব থেকে ভাল পথ। যে কোনও বাজারজাত পণ্যের ভিতর সামান্য হলেও রাসায়নিক থাকতে বাধ্য। একেবারে প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা কম হয়।
ঘরোয়া একটি ফেস প্যাক খুব সহজে বানিয়ে ফেলা যায় যা, ত্বককে বিয়ের দিনের জন্য প্রস্তুত করবে এবং মুখের সৌন্দর্য দ্বিগুণ করবে। হাতে যদি আর এক মাস সময় থাকে তো আজই শুরু করে দেওয়া যাক এই বিশেষ ক্লিনজিং পদ্ধতি—
আরও পড়ুন: রূপচর্চায় আদা! উজ্জ্বল ও টানটান ত্বক পেতে আজ থেকেই ব্যবহার করুন এই উপাদান
প্রয়োজনীয় উপাদান
২-৩ টেবল চামচ বেসন
২-৩ চা চামচ গোলাপ জল
একটি ভিটামিন-ই ক্যাপসুল
বেসন ত্বকে জমে থাকা ট্যানিং কমাতে সাহায্য করে। ত্বকের যে কোনও ধরণের সংক্রমণ প্রতিরোধে বেসন খুব উপকারী। ভিটামিন-ই ত্বকে উপস্থিত কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে। ত্বককে ময়েশ্চারাইজ করে, কালো দাগ কমাতে পারে।
অন্য দিকে গোলাপ জল হল একটি প্রাকৃতিক টোনার যা রোমকুপের মুখ বড় হতে দেয় না।
ব্যবহারবিধি
একটি পরিষ্কার পাত্রে প্রায় ২-৩ চামচ বেসন আর দু’চা চামচ গোলাপ জল দিন নিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে। এরপর এতে যোগ করে দিতে হবে একটি ভিটামিন-ই ক্যাপসুল।
এবার একটি ব্রাশের সাহায্যে এই ফেসপ্যাকটি মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে নিতে হবে। কমপক্ষে ২০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
এই ফেস প্যাকটি কিন্তু কোনও ভাবেই চোখের চার পাশে লাগানো যাবে না। সপ্তাহে কমপক্ষে দু’দিন এটি ব্যবহার করতে হবে। তা হলেই ক্রমাগত মুখের ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।