TRENDING:

Viral Chaiwala: মনের দুঃখ বলতে চান সলমনকেই, ব্যর্থ চিত্রনাট্যকার এখন চায়ের দোকান চালান! নতুন নাম 'ফিল্ম রাইটার্স চা-ওয়ালা'

Last Updated:

Viral Chaiwala: লিখেছেন একাধিক সিনেমার জন্য স্ক্রিপ্ট, কিন্তু মেলেনি কাজ, তাই রামপুরহাট এসে খুলেছেন চায়ের দোকান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সৌভিক রায়, বীরভূম: একটা জীবনে চাইলেই কি সবকিছু পাওয়া যায়! হয়তো পাওয়া যায় না।আবার অনেক সময় দেখা যায় যে আপনি যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা হয়ত পাচ্ছেন না। তবে অদম্য ইচ্ছা শক্তি থাকলেই অনেক কিছু পাওয়া যায় বলে মনে করেন সকলে।তবে অদম্য ইচ্ছা শক্তি নিয়েও কোথাও যেন হার স্বীকার করেছেন বীরভূমের বাসিন্দা রুস্তম আলী। ছোট থেকেই তাঁর ইচ্ছে, বিভিন্ন সিনেমার জন্য গল্প লেখা।তবে সেইভাবে ছোট থেকে ভাল কোনও পরিচালকের সঙ্গে দেখা করার সুযোগ হয়ে ওঠেনি বীরভূমের রামপুরহাটের বাসিন্দা রুস্তম আলির।
advertisement

প্রসঙ্গত প্রায় ১৯ বছর ধরে বিভিন্ন ধরনের সিনেমার জন্য গল্প লিখে চলেছেন রুস্তম আলি। প্রথমে একটি কোচিং সেন্টারে শিক্ষক হিসাবে যুক্ত ছিলেন তিনি। তবে ছোট থেকেই তাঁর মনের সেই পুরনো ইচ্ছেকে আবার পূরণ করতে শিক্ষকতার কাজ ছেড়ে দেন। সেই কাজ ছেড়ে প্রথমে তিনি পৌঁছে যান কলকাতায়।তার পর কলকাতায় গিয়ে বিভিন্ন পরিচালক, প্রযোজকের এর সঙ্গে দেখা করেন। তবে সেখানে গিয়েও স্বপ্নপূরণ হয়নি তাঁর।

advertisement

তার পর সেখান থেকে তিনি পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ে। দীর্ঘ প্রায় চার মাস ধরে তিনি একটি সিনেমার জন্য স্ক্রিপ্ট রাইটিং করেছিলেন৷ তবে আর্থিক সমস্যার কারণে সেই সিনেমার শুটিং শুরু হলেও মাঝখানে বন্ধ হয়ে যায়। এমনটাই জানান রুস্তম আলি। এভাবে প্রায় একাধিক সিনেমার জন্য তিনি স্ক্রিপ্ট রাইটিং করেছেন। তবে সব জায়গায় গিয়ে শেষ মুহূর্তে ধাক্কা খেয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন : স্বামীর চোখে নেই আলো, অসাড় পা নিয়ে স্ত্রী চলেন দু’ হাতে ভর দিয়ে…বার্ধক্যে একে অন্যের অবলম্বন হয়ে ভালবাসার গল্প লিখছেন ভিক্ষাজীবী দম্পতি

সেরা ভিডিও

আরও দেখুন
মন্থার প্রভাবে উত্তাল রাতের দিঘা! এত্ত ক্ষতি- মাথায় হাত হোটেল মালিক থেকে দোকানদারদের
আরও দেখুন

আর সেই কারণেই চলতি বছর তিনি ফিরে আসেন মুম্বই থেকে নিজের বাড়িতে। বর্তমানে তাঁর জীবনের একটা ইচ্ছে, তিনি একবার অন্তত দেখা করতে চান সলমন খানের সঙ্গে। তাকে তিনি জানাতে চান তাঁর দুঃখের কথা এবং দেখাতে চান বিভিন্ন না হওয়া সিনেমার স্ক্রিপ্ট। বর্তমানে তিনি রামপুরহাট মহকুমা হাসপাতাল থেকে কিছুটা দূরে একটি চায়ের দোকান খুলেছেন৷ নাম দিয়েছেন ‘ফিল্ম রাইটার্স চা-ওয়ালা’।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Chaiwala: মনের দুঃখ বলতে চান সলমনকেই, ব্যর্থ চিত্রনাট্যকার এখন চায়ের দোকান চালান! নতুন নাম 'ফিল্ম রাইটার্স চা-ওয়ালা'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল