প্রসঙ্গত প্রায় ১৯ বছর ধরে বিভিন্ন ধরনের সিনেমার জন্য গল্প লিখে চলেছেন রুস্তম আলি। প্রথমে একটি কোচিং সেন্টারে শিক্ষক হিসাবে যুক্ত ছিলেন তিনি। তবে ছোট থেকেই তাঁর মনের সেই পুরনো ইচ্ছেকে আবার পূরণ করতে শিক্ষকতার কাজ ছেড়ে দেন। সেই কাজ ছেড়ে প্রথমে তিনি পৌঁছে যান কলকাতায়।তার পর কলকাতায় গিয়ে বিভিন্ন পরিচালক, প্রযোজকের এর সঙ্গে দেখা করেন। তবে সেখানে গিয়েও স্বপ্নপূরণ হয়নি তাঁর।
advertisement
তার পর সেখান থেকে তিনি পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ে। দীর্ঘ প্রায় চার মাস ধরে তিনি একটি সিনেমার জন্য স্ক্রিপ্ট রাইটিং করেছিলেন৷ তবে আর্থিক সমস্যার কারণে সেই সিনেমার শুটিং শুরু হলেও মাঝখানে বন্ধ হয়ে যায়। এমনটাই জানান রুস্তম আলি। এভাবে প্রায় একাধিক সিনেমার জন্য তিনি স্ক্রিপ্ট রাইটিং করেছেন। তবে সব জায়গায় গিয়ে শেষ মুহূর্তে ধাক্কা খেয়েছেন তিনি।
আর সেই কারণেই চলতি বছর তিনি ফিরে আসেন মুম্বই থেকে নিজের বাড়িতে। বর্তমানে তাঁর জীবনের একটা ইচ্ছে, তিনি একবার অন্তত দেখা করতে চান সলমন খানের সঙ্গে। তাকে তিনি জানাতে চান তাঁর দুঃখের কথা এবং দেখাতে চান বিভিন্ন না হওয়া সিনেমার স্ক্রিপ্ট। বর্তমানে তিনি রামপুরহাট মহকুমা হাসপাতাল থেকে কিছুটা দূরে একটি চায়ের দোকান খুলেছেন৷ নাম দিয়েছেন ‘ফিল্ম রাইটার্স চা-ওয়ালা’।