TRENDING:

Skin Care Tips|| ত্বকে দেখা দিয়েছে ব্ল্যাকস্পট? দাগ নিয়ে হতাশ? রইল দাগ দূর করার সহজ উপায়...

Last Updated:

Types of black spots on face: আলট্রা ভায়োলেট রশ্মির জন্য পিগমেন্ট ডিসঅর্ডার হয়, তাতেই ত্বকে জন্মায় কালো স্পট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আমাদের শরীরের সব থেকে বেশি জায়গা নিয়ে থাকে ত্বক। তাই তার খেয়ালটাও বেশি করেই রাখতে হয়। কিন্তু বেশির ভাগ সময়ই ত্বকের খেয়াল রাখতে মানুষ ভুলে যায়। আলট্রা ভায়োলেট রশ্মির জন্য পিগমেন্ট ডিসঅর্ডার হয়, তাতেই ত্বকে জন্মায় কালো স্পট। ত্বকে মেলানিনের পরিমাণ কত, তার উপর মানুষের ত্বকের রং নির্ভর করে। যার মেলানিনের পরিমাণ বেশি থাকে, তার গায়ের রং চাপা হয়। আর মেলানিন কম থাকলে গায়ের রং একটু ফর্সা হয়। যে ধরনের পিগমেন্ট ডিসঅর্ডার মানুষের মধ্যে দেখা যায়, সেগুলি হল–
advertisement

মেলাসমা:

এতে ত্বকে হাইপার পিগমেন্টের জন্য খয়েরি অথবা ছাই রঙের স্পট দেখা যায়। এই মেলাসমার আসল কারণ কী, সেটা এখনও জানা যায়নি। ইস্ট্রোজেন লেভেল বেড়ে গেলে বা বংশ পরম্পরায়ও এই রোগ আসতে পারে। থাইরয়েড বা লিভারের রোগ থাকলে এই রোগ দেখা যায়।

আরও পড়ুন: শুধু দিনেই নয়, ত্বকের জেল্লা বাড়াতে রাতেও পরিচর্যা জরুরি, রইল জবরদস্ত টিপস...

advertisement

প্রদাহজনিত (Post inflammatory hyperpigmentation):

অনেক সময় কোনও ফোঁড়া বা পিম্পল হওয়ার পরে সেই দাগ ত্বক থেকে যেতে চায় না। একে প্রদাহজনিত হাইপারপিগমেন্টেশন বলে। এটা সারা জীবনও থেকে যেতে পারে। সাধারণত ইউভি রশ্মির জন্য এটি আরও বাড়ে।

লেন্টিজিনস (Lentigines):

ত্বকের যে জায়গাগুলোতে সূর্যের আলো বেশি পড়ে, সেখানে অনেক সময় লাইট ব্রাউন বা কালো দাগ হয়ে যায়। এই পিগমেন্টে স্কিনে ক্ষতির সম্ভবনা অনেক বেশি থাকে। যত বেশি সূর্য রশ্মি সেখানে লাগবে, তত বেশি ত্বকের সেই অংশে ক্যানসারের সম্ভাবনা বেশি থাকে।

advertisement

আরও পড়ুন: ত্বক নিয়ে কোনও আপোষ নয়, সঠিক কসমেটিকস্ কেনার আগে মাথায় থাকুক 'এই' টিপস...

পেরিওর বিটাল হাইপার পিগমেন্টেশন (Periorbital hyperpigmentation):

এটি ডার্ক সার্কল নামেও পরিচিত। চোখের তলায় যে কালো দাগ পড়ে যায়, সেটাকে বলে পেরিওর বিটাল হাইপার পিগমেন্টেশন। অনেকেই বলে যে, দুশ্চিন্তা করা বা রাতে না-ঘুমানোর জন্য এটি হতে পারে। সেটা যেমন একটা কারণ, তেমনই এটা বংশ পরম্পরাতেও আসতে পারে। অথবা সূর্যের রশ্মির জন্যও এটি বাড়তে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এই রোগগুলি এড়ানোর সব থেকে ভালো উপায় হল, সানস্ক্রিন ব্যবহার করা। শুধু তা-ই নয়, বদলাতে হবে খাওয়ার ধরনও। দরকার হলে কোন ভাল ত্বক বিশেষজ্ঞের সঙ্গে বিষয়টি আলোচনা করতে হবে। ত্বককে ভাল রাখতে গেলে তার খেয়াল রাখতে হবে। তার যত্ন নিতে হবে। তবেই ত্বক হয়ে উঠবে সুন্দর ও দূরে থাকবে রোগ ব্যাধি।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care Tips|| ত্বকে দেখা দিয়েছে ব্ল্যাকস্পট? দাগ নিয়ে হতাশ? রইল দাগ দূর করার সহজ উপায়...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল