Skin Care Tips|| শুধু দিনেই নয়, ত্বকের জেল্লা বাড়াতে রাতেও পরিচর্যা জরুরি, রইল জবরদস্ত টিপস...

Last Updated:

Night time skincare tips: দেরি করে ঘুমোনো এবং প্রচুর মেক-আপ ত্বকের ক্ষতি করতে পারে, তার জন্যই দরকার এই নাইটটাইম স্কিন কেয়ার রুটিন।

প্রচুর জল খান। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে প্রতিদিন অন্তত চার লিটার করে জল খান। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এমন লোশন বা জেল লাগান যা আপনার ত্বকের পক্ষে ভাল।
প্রচুর জল খান। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে প্রতিদিন অন্তত চার লিটার করে জল খান। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এমন লোশন বা জেল লাগান যা আপনার ত্বকের পক্ষে ভাল।
#কলকাতা: রোজ দিনের বেলা বাড়ি থেকে বেরোনোর সময় ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করার পরেও ত্বকের জেল্লা ফিরে পাওয়া যাচ্ছে না? কী করলে সেই পুরনো জেল্লা ফিরবে, সেই উপায় ভাবতে ভাবতে ক্লান্ত? চিন্তা নেই, উপায় কিন্তু আছে। শুরু করতে হবে রাতেও ত্বকের যত্ন। কারণ রাত্রি বেলা স্কিন সেলগুলি ফিরে আসে আবার আগের জায়গায়। দেরি করে ঘুমোনো এবং প্রচুর মেক-আপ ত্বকের ক্ষতি করতে পারে, তার জন্যই দরকার এই নাইটটাইম স্কিন কেয়ার রুটিন।
এই ৫টি নিয়ম মেনে চললেই পাওয়া যাবে জেল্লাদার ত্বক–
মেকআপ তুলে শুতে হবে:
advertisement
পার্টি বা কাজ থেকে ফিরতে যত রাতই হোক না-কেন, শরীরে কোনও এনার্জি না-থাকলেও মেকআপ তুলে তবেই শুতে হবে। সারা দিনের ধুলো-বালি ময়লা স্কিন থেকে সরিয়ে ফেললে তবেই ত্বক হবে সুস্থ। এক টেবিলচামচ অ্যালোভেরা, এক টেবিলচামচ অলিভ অয়েল ও এক টেবিলচামচ জোজোবা অয়েল দিয়ে তুলো দিয়ে কাজল, লাইনার, ফাউন্ডেশন সমস্তটা তুলে ফেলতে হবে। আর এটি রোজ করতে হবে, তবেই পাওয়া যাবে কোমল ও ন্যাচারাল ত্বক।
advertisement
শরীর ও ত্বককে হাইড্রেট রাখতে দরকার জল। তাই দিনে নিয়ম করে খাওয়া উচিত ২ লিটার জল। তাতে ব্ল্যাকহেডের পরিমাণ কমে, এ ছাড়াও ত্বকের ভারসাম্য বজায় থাকে। দিনে এক বার যদি গোলাপ জল দিয়ে ত্বক পরিষ্কার করা যায়, তা হলে আরও ভালো।
advertisement
ব্যবহার করতে হবে ফেস সিরাম:
সিরাম জিনিসটি অনেকের কাছেই এখনও অচেনা। সিরাম হল ত্বকের খাবার। যা ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিটি স্কিন টোনের জন্য আলাদা সিরাম হয়। যাতে ভিটামিন সি ও হ্যায়লুরনিক অ্যাসিড থাকে, তা স্কিনের জন্য ভালো।
advertisement
এর পর ব্যবহার করতে হবে সফট ময়েশ্চারাইজার। যা স্কিনকে করবে নরম এবং ত্বকের মধ্যে ময়েশ্চার বাড়াবে। এটাও অবশ্যই নিজের স্কিন টোন দেখেই কিনতে হবে। দেখে নিতে হবে যে, এমন কোনও জিনিস যেন না-থাকে, যা অ্যালার্জির সৃষ্টি করতে পারে।
পিঙ্ক ক্লে মাস্ক:
এটি ত্বকের বয়স কমাতে সাহায্য করে এবং কোষগুলিকে আবার নতুন করে তৈরি করে। এটি স্কিন নরম ও মোলায়েম বানায়। ত্বককে উজ্জ্বল করে, ব্ল্যাকহেড কমায়। প্রতিদিন রাতে এই নিয়মগুলি পালন করলে পাওয়া যাবে সুস্থ ত্বক।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Care Tips|| শুধু দিনেই নয়, ত্বকের জেল্লা বাড়াতে রাতেও পরিচর্যা জরুরি, রইল জবরদস্ত টিপস...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement