TRENDING:

Travel : শাল জঙ্গলের মাঝে জলাধার! কলকাতার কাছেই রয়েছে এই জায়গা! সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন

Last Updated:

Travel: কলকাতা থেকে এই জায়গায় পৌঁছতে খুব বেশি সময় লাগবে না! নিরিবিলিতে সময় কাটাতে চাইলে যেতেই হবে এখানে! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : গভীর শাল জঙ্গল সঙ্গে নিস্তব্ধতা আর তারই মাঝে বিরাজ করছে স্বচ্ছ জলের বিশাল জলাধার। নিস্তব্ধতার মধ্যে মাঝেমধ্যেই ভেসে আসছে পাখির কলরব। সূর্যের আলো তীক্ষ্ণ হলে জলাধারের পাশে থাকা সারি সারি তাল ও গেজুর গাছের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে জলে। এক মনোরম ও শান্ত পরিবেশ রাজত্ব করছে এই জলাধারে। মাঝেমধ্যে ভিড় হচ্ছে পর্যটকদেরও।
advertisement

ঝাড়গ্রাম শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বাঁশতলা যাওয়ার রাস্তায় রয়েছে সিপাই বাঁধ নামের একটি বৃহৎ জলাধার। যার চারপাশে রয়েছে সবুজ শাল গাছ। মাঝেমধ্যে জঙ্গল থেকে পাখির এসে জল পান করছে জলাশয় এবং তারা তাদের মতো সময় কাটাচ্ছে। কখনও আবার মাছরাঙ্গা ঝপ করে জলে ঝাঁপ দিয়ে তুলে আনছে মাছ। কপাল ভাল থাকলে দেখা যেতে পারে হাতিও। গ্রামবাসীদের দাবি মাঝেমধ্যে জঙ্গলের হাতি জল পান করার জন্য হাজির হয় সিপাই বাঁধে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা হল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। প্রতিবছর সবুজ শাল জঙ্গলের টানে প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় নামে অরণ্য সুন্দরীতে। দিনের পর দিন নতুন নতুন পর্যটন স্থল প্রশাসনের সদিচ্ছায় গড়ে উঠছে ঝাড়গ্রামে। তার মধ্যে অন্যতম হলো বাঁশতলা এলাকার সিপাই বাঁধ।

advertisement

View More

স্থানীয় গ্রামবাসী ঊষা মাহাতো, প্রমিলা মাহাতোরা বলেন, “এখানে শাল জঙ্গলের পাশে সিপাই বাঁধ দেখার জন্য মাঝেমধ্যে মানুষের ভিড় হয়। পিকনিকের সময় বহু মানুষ পিকনিকও করে। বিকেল বেলায় প্রচুর পাখি দেখা যায়”। তাদের আরও দাবি, মাঝেমধ্যেই জঙ্গলে হাতি জল খাওয়ার জন্য সিপাই বাঁধে নেমে পড়ে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বেড়াতে গিয়ে নতুন কিছু দেখার ইচ্ছা থাকলে পর্যটকদের জন্য সেরা ডেস্টিনেশন হতে পারে সিপাই বাঁধ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel : শাল জঙ্গলের মাঝে জলাধার! কলকাতার কাছেই রয়েছে এই জায়গা! সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল