ঝাড়গ্রাম শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে বাঁশতলা যাওয়ার রাস্তায় রয়েছে সিপাই বাঁধ নামের একটি বৃহৎ জলাধার। যার চারপাশে রয়েছে সবুজ শাল গাছ। মাঝেমধ্যে জঙ্গল থেকে পাখির এসে জল পান করছে জলাশয় এবং তারা তাদের মতো সময় কাটাচ্ছে। কখনও আবার মাছরাঙ্গা ঝপ করে জলে ঝাঁপ দিয়ে তুলে আনছে মাছ। কপাল ভাল থাকলে দেখা যেতে পারে হাতিও। গ্রামবাসীদের দাবি মাঝেমধ্যে জঙ্গলের হাতি জল পান করার জন্য হাজির হয় সিপাই বাঁধে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ জায়গা হল অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। প্রতিবছর সবুজ শাল জঙ্গলের টানে প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় নামে অরণ্য সুন্দরীতে। দিনের পর দিন নতুন নতুন পর্যটন স্থল প্রশাসনের সদিচ্ছায় গড়ে উঠছে ঝাড়গ্রামে। তার মধ্যে অন্যতম হলো বাঁশতলা এলাকার সিপাই বাঁধ।
স্থানীয় গ্রামবাসী ঊষা মাহাতো, প্রমিলা মাহাতোরা বলেন, “এখানে শাল জঙ্গলের পাশে সিপাই বাঁধ দেখার জন্য মাঝেমধ্যে মানুষের ভিড় হয়। পিকনিকের সময় বহু মানুষ পিকনিকও করে। বিকেল বেলায় প্রচুর পাখি দেখা যায়”। তাদের আরও দাবি, মাঝেমধ্যেই জঙ্গলে হাতি জল খাওয়ার জন্য সিপাই বাঁধে নেমে পড়ে। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম বেড়াতে গিয়ে নতুন কিছু দেখার ইচ্ছা থাকলে পর্যটকদের জন্য সেরা ডেস্টিনেশন হতে পারে সিপাই বাঁধ।
বুদ্ধদেব বেরা