TRENDING:

Travel: হাসনাবাদের হাওয়া রিসর্ট! সুন্দরবনের নদীতে রাত কাটানোর সুযোগ! সস্তায় পাবেন রুম!

Last Updated:

Travel: পরিবার নিয়েও আসতে পারেন! আবার প্রেমিকাকে নিয়েও চট করে ঘুরে যেতে পারেন হাসনাবাদের এই হাওয়া-মহল! বিস্তারিত জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা : বসিরহাটের হাসনাবাদে ভ্রমণের নতুন সন্ধানের পাশাপাশি ইছামতির তীরে অবসর সময় কাটানোর নতুন সন্ধান, আছে এখান থেকে সুন্দরবন ভ্রমণের ব্যবস্থাও। একটু নিরিবিলি শান্ত গ্রাম্য পরিবেশ। শহরের ব্যস্ততা কাটিয়ে মনমুগ্ধকর এমন জায়গার সন্ধান এবার বসিরহাটের হাসনাবাদে। সবুজে ঘেরা মনোরম পরিবেশের মাঝে ইছামতীর তীরে খোলা হাওয়া পেতে হলে বেড়িয়ে আসতে পারেন দক্ষিণ হাওয়া রিসোর্টে।
advertisement

অনেকেই উত্তরের সুন্দরবন ঘুরতে চান। তবে সুন্দরবন যাওয়ার পথে আগের দিন এমন একটা পরিবেশের সময় কাটিয়ে একদিনের বিশ্রাম নিয়ে পরের দিনেই বেরিয়ে যেতে পারেন সুন্দরবনের উদ্দেশ্যে। উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদের খুব কাছেই ইছামতী নদীর তীরে গড়ে উঠল সবুজ অবায়বের বুক চিরে গড়ে ওঠে এক চিলতে নির্জন শান্ত মনোরম উদ্যান দক্ষিণ হাওয়া রিসর্ট। সবুজ অবয়বের বুক চিরে ফুলেদের উঁকি । গ্রাম্য এলাকায় এই উদ্যানকে কেন্দ্র করে এলাকার বহু মানুষ নির্জন মনোরম পরিবেশে সময় কাটান। কেউবা বন্ধুবান্ধব, পরিবার পরিজনদের নিয়ে পিকনিক করতে আসেন। চাইলে কয়েকদিনও কাটাতে পারেন। পাশাপাশি এখান থেকে আছে সুন্দরবন ভ্রমণের ব্যবস্থাও। এই রিসর্ট থেকে নদীপথে কয়েক ঘণ্টার ব্যবধানে পৌঁছে যাবেন সুন্দরবনে।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

পাশাপাশি এই উদ্যানেই মিলবে অত্যাধুনিক মানের কটেজ যেখান থেকে জলরাশির ভিউ পাবেন। এই উদ্যানের একপাশে যেমন বড় একটি জলাশয় আছে পাশাপাশি অন্যদিকে একাধিক প্রকারের রংবাহারি ফুল ফলের গাছ দেখতে পাবেন। শহরে মানুষের পছন্দের তালিকায় অনেকসময় থাকে গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ। যদি কম বাজেটে দিনের মধ্যেই কলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চায়, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত হাসনাবাদের শুলকুনি খেয়াঘাটের পাশে গড়ে ওঠা এই মনমুগ্ধকর উদ্যান।

advertisement

View More

আরও পড়ুন: জটিল চর্মরোগ, হাঁটুর ব্যথা, সর্দি-কাশির যম এই শাক! বাড়ির আশে-পাশেই পেয়ে যাবেন! চিনে নিন

ট্রেনে শিয়ালদাহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদ স্টেশনে নেমে কয়েক মিনিটের মধ্যে পোঁছে যাবেন এই রিসোর্টে। পরিবারসহ সবান্ধবে এখানে পিকনিক করতে পারেন। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই টাকি ঘোরার পাশাপাশি ঘুরে আসতে পারেন এই ছোট্ট মনোরম শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জুলফিকার মোল্লা

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel: হাসনাবাদের হাওয়া রিসর্ট! সুন্দরবনের নদীতে রাত কাটানোর সুযোগ! সস্তায় পাবেন রুম!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল