ওড়িশা সীমানার দাঁতন থেকে সামান্য কিছুটা দূরে বর্তমানে ওড়িশা রাজ্যের অধীন রাজবাড়ি, ইতিহাসক্ষেত্র এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি কৃত্রিম বাধ ঘুরে দেখলে আপনার মন ভাল হয়ে যাবে। বাংলা-ওড়িশা সীমানা দাঁতন থেকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরেই রয়েছে লক্ষণনাথ রাজবাড়ি। বিশাল এলাকা জুড়ে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে রাজাদের তৈরি অট্টালিকা, রয়েছে একাধিক শিবের মন্দির, দুর্গা মণ্ডপ-সহ একাধিক দেখার জিনিস। রাজবাড়ির ভিতরেও ঘুরে দেখা যাবে। লক্ষণনাথ রাজবাড়ি থেকে সামান্য কিছুটা দূরেই রয়েছে রাইবোনিয়া ফোর্ট। এমন সুন্দর একটি ইতিহাস প্রসিদ্ধ জায়গা রয়েছে কলকাতা থেকে খুব কাছেপিঠে। বাংলা-ওড়িশা সীমানা এলাকা নয়াগ্রাম ব্লকের নেকড়াশোল থেকে মাত্র দু’থেকে তিন কিলোমিটার দূরে রয়েছে ওড়িশার রাইবনিয়া ফোর্ট বা দুর্গ।
advertisement
চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা বাংলা-ওড়িশা সীমানা এলাকায় রয়েছে এই দুর্গ। ইতিহাস ঘেঁটে জানা যায়, ওড়িশা রাজারা কটক এবং পুরী শহরকে রক্ষা করার জন্য সুবর্ণরেখা নদীর পশ্চিম তীরে রাইবনিয়া দুর্গ নির্মাণের সিদ্ধান্ত নেন। এই দুর্গের গঠনশৈলী, সামনে থাকা মন্দির এবং গ্রামীণ এলাকায় এই ইতিহাস-ক্ষেত্র ঘুরে দেখলে আপনার মন ভাল হবে। জানতে পারবেন তৎকালীন সময়ের নানা ইতিহাস। বর্তমানে বাংলা ওড়িশা সীমানা থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে অবস্থিত রাইবনিয়া দুর্গ, ওড়িশা সরকারের অধীনে থাকলেও তৎকালীন সময়ে ভারতের ইতিহাসে এক অন্যতম ক্ষেত্র। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/MxKAsFrvtc8f16o98
এছাড়াও এই দুর্গ থেকে মাত্র দু’কিলোমিটার দূরে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা রাজবাঁধ। সবুজ গাছে ঘেরা একটি বাঁধ, যেখানে কিছুক্ষণ বসলে আপনার মন ভালহয়ে যাবে। ঠান্ডা শীতল বাতাস প্রাকৃতিক পরিবেশ মন ভালকরে তুলবে আপনার। https://maps.app.goo.gl/nHma61FN54XWkEhp6
রঞ্জন চন্দ