আর আমডিহা গ্রাম ঢোকার মুখেই প্রশাসনের উদ্যোগে তৈরি করা হয়েছে শিশু উদ্যান। যার নাম দেওয়া হয়েছে আমডিহা শিশু উদ্যান। শিশুদের খেলার জন্য রয়েছে বিভিন্ন প্রকারের দোলনা। শিশুদের বিনোদনের জন্য রয়েছে ফাইভারের তৈরি বিভিন্ন কার্টুন । সঙ্গে রয়েছে বসার ছাউনি। বাহারি গাছের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে শিশু উদ্যানটি সঙ্গে বিভিন্ন ফুলের গাছ। আমডিহা শিশু উদ্যানে সেলফি তোলার জন্য রয়েছে আই লাভ আমডিহা বলে একটি সেলফি জোন।
advertisement
আরও পড়ুন-স্বামী বাড়িতে না থাকলেই এসব করতেন ঐশ্বর্য…! এতদিনে ফাঁস করলেন অভিষেক, জানলে রাতের ঘুম উড়বে আপনারও
শিশু উদ্যানটি বেড়ানোর পাশাপাশি তার একপাশে রয়েছে পটাশ বাগান এবং অন্য পাশে রয়েছে ঘন সবুজ শাল জঙ্গল। শিশু উদ্যান বেড়ানোর পাশাপাশি শীতের সময় বহু মানুষ পিকনিক করার জন্য জমায়েত করে সবুজ শাল জঙ্গলে। পিকনিক পার্টিদের জন্য পানীয় জল থেকে সমস্ত ব্যবস্থা রয়েছে আমডিহা শিশু উদ্যানে।
এছাড়াও বাড়তি পাওনা হিসেবে রয়েছে আমলকি, হরিতকি, নিম-সহ বিভিন্ন ভেষজ উদ্ভিদের একটি বাগান। হাতে একটু সময় নিয়ে একফাঁকে শিশু উদ্যানটি ঘুরে আসলেই আনন্দে ভরে যাবে পর্যটকদের মন।
বুদ্ধদেব বেরা