মেদিনীপুর শহরের প্রধান নদী কংসাবতী বা কাঁসাই। এই কংসাবতী নদীতেই তৈরি করা হয়েছে কৃত্রিম জলাধার। যা অ্যানিকেট ড্যাম নামে পরিচিত। রেল শহর খড়গপুর এবং মেদিনীপুরকে বিভাজন করেছে কংসাবতী নদী। এই কংসাবতী নদীতে মেদিনীপুর শহরের খুব কাছেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই স্থানটি। কলকাতা শহর থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে এই অ্যানিকেট ড্যামে এলে মন প্রাণ জুড়িয়ে যাবে।
advertisement
আরও পড়ুনঃ এমন ফুচকার দোকান জীবনেও দেখেননি! এমন নিয়ম আর স্বাদ, ছুটে যেতেই হবে আপনাকে
হালকা আবেশে শান্ত শীতল ভাবে নদীর জল বয়ে চলেছে। কুলুকুলু শব্দ মোহিত করবে আপনাকে নদীর এপার থেকে ওপার বরাবর ছোট্ট ঝর্ণার মত বয়ে চলেছে নদী। ভ্রমণপিপাসু মানুষদের সারাদিনে ঘোরার অন্যতম জায়গা এই স্থান।
বাস বা ট্রেন বা নিজেদের গাড়ি, যে কোনও ভাবেই এই জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন। কলকাতা থেকে কেউ ট্রেনে আসতে চাইলে খড়গপুর বা মেদিনীপুর স্টেশনে নামলেই অটো কিংবা টোটো ধরে আসা যাবে এই স্থানে। বাসে এলে নামতে হবে মেদিনীপুরের আমতলায়। সেখান থেকে সামান্য হাঁটলেই কংসাবতী নদীতে রয়েছে ঘোরার এই বিশেষ জায়গা। ডিসেম্বরের ছুটিতে অবশ্যই ঘুরে দেখতে পারেন অ্যানিকেট। প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারবেন।
রঞ্জন চন্দ





