TRENDING:

Cooking Hacks : রান্নায় ঝাল বেশি হয়ে গিয়েছে? কমিয়ে ফেলুন এই সহজ টোটকায়

Last Updated:

Cooking Hacks : কিছু পদ্ধতি অনুসরণ করে কমিয়ে ফেলুন রান্নার ঝাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রান্নায় ঝালমশলা খেতে আমরা অনেকেই পছন্দ করি৷ কিন্তু যদি ঝালের তীব্রতা বেড়ে যায় অনেকটাই? তাহলে কিন্তু স্বাদ ও স্বাস্থ্য দু’দিক দিয়েই হিতে বিপরীত৷ যাঁরা রান্না করেন তাঁদের অনেকেরই কমবেশি এই অভিজ্ঞতা হয়েছে৷ রান্না করা খাবার তো আর ফেলে দেওয়া যায় না৷ তাই ওই খাবারই খান৷ বরং বেশ কিছু পদ্ধতি অনুসরণ করে কমিয়ে ফেলুন রান্নার ঝাল৷(cooking hacks)
advertisement

সেলেব্রিটি শ্যেফ পঙ্কজ ভাদুড়িয়া তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেরকমই কিছু টিপস শেয়ার করেছেন৷ যেখানে তিনি বলেছেন কী করে খাবারের স্বাদ নষ্ট না করে রান্নার বাড়তি ঝালতেলমশলা দূর করা যায়৷ তিনি মনে করেন, রান্নায় ঝালের তীব্রতা কমানোর সবথেকে সেরা উপায় হল দুধ, দই বা ক্রিম মিশিয়ে দেওয়া৷(Tips to tone down taste of extra chilli in cooked food)

advertisement

আরও পড়ুন : আপনার রান্নাঘরে গ্যাসস্টোভ ঠিক আছে তো? বুঝবেন কী করে?

এ ছাড়াও আরও বেশ কিছু উপায় আছে৷ যার সাহায্যে রান্নায় ঝালের তীব্রতা কমিয়ে ফেলা যায়৷ এই উপায়গুলি সহজ এবং উপকরণগুলিও সহজপ্রাপ্য৷ দেখে নেওয়া যাক কীভাবে রান্নায় ঝালের তীব্রতা কমিয়ে ফেলা যায়-

# প্রথমেই মুশকিল আসান আলু৷ রান্নায় মিশিয়ে নিন বাড়তি আলু৷ নুন এবং অন্যান্য মশলার মতো ঝালের তীব্রতাও কমিয়ে দেয় আলু৷

advertisement

আরও পড়ুন : প্রাণিহত্যা নয়, এ বার মাংস পাওয়া যাবে বাতাস থেকেই!

# যদি ডালে ঝাল বেশি হয়ে যায়, তাহলে মিশিয়ে নিতে পারেন কুচো করে কাটা সব্জি৷

# ভিনিগার বা লেবুর রস দিলেও কমে যায় ঝালের তীক্ষ্ণতা৷

# যদি সম্ভব হয়, রান্না বুঝে মিশিয়ে নিতে পারেন চিনিও৷ তাহলেও কমবে ঝালের চোখরাঙানি

advertisement

আরও পড়ুন : প্রতিদিনের রান্নায় পেঁপে থাকে? জেনে নিন পেঁপে বেশি খাওয়া কত ক্ষতিকর

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

# যাঁরা ঝাল স্বাদ ভালবাসেন না বা অল্প ঝালেই কাতর হয়ে পড়েন, তাঁদের সব সময় ঝাল খাবার পরিবেশন করুন শর্করা জাতীয় খাবারের সঙ্গে৷ বিশেষ করে ভাতের সঙ্গে পরিবেশন করলে স্টার্চের প্রভাবে ঝালের স্বাদ স্তিমিত হয়ে আসবে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cooking Hacks : রান্নায় ঝাল বেশি হয়ে গিয়েছে? কমিয়ে ফেলুন এই সহজ টোটকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল