TRENDING:

Care of your Eyeglasses : চশমা পরে রান্না করেন? চশমা পরেই ঘুমোতে চলে যান? জানেন কী ক্ষতি করছেন চোখের?

Last Updated:

Care of your Eyeglasses : চশমা শুধু কেতাদুরস্ত উপকরণ নয় ৷ অত্যাবশ্যকীয় জিনিসও বটে৷ আসুম, জেনে নিই অতিপ্রয়োজনীয় এই জিনিসের যত্ন কী করে নেবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যাঁরা নিয়মিত চশমা পরেন, তাঁরা কার্যত এটি ছাড়া চলৎশক্তিহীন ৷ তাঁদের কাছে চশমা শুধু কেতাদুরস্ত উপকরণ নয় ৷ অত্যাবশ্যকীয় জিনিসও বটে৷ আসুন, জেনে নিই অতিপ্রয়োজনীয় এই জিনিসের যত্ন কী করে নেবেন ৷
Care of your Eyeglasses
Care of your Eyeglasses
advertisement

# চশমা যখনই খুলবেন তখনই তা মুছে নির্দিষ্ট বাক্সে রাখবেন ৷ যেখানে সেখানে চশমা খুলে রাখবেন না ৷

# চশমা মোছার জন্য যে কাপড় দেওয়া হয় দোকান থেকে, সেটিই ব্যবহার করবেন ৷ নয়তো, পাতলা সুতির কাপড় দিয়ে মুছে পারেন ৷ ব্যবহার করতে পারেন গেঞ্জির কাপড়ও ৷

# ঘাম, তেল ও জলে চশমার খুব ক্ষতি হয় ৷ চশমা পরে রান্না করলে রান্নার পরে নরম কাপড় ভিজিয়ে লেন্স ও ফ্রেম মুছে নিন ৷ তার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিন আবার ৷

advertisement

আরও পড়ুন : ডিমের কুসুম খেলে হৃদরোগ হয়? বেড়ে যায় কোলেস্টেরল?

# অনেকেই রাস্তাঘাটে পোশাকের অংশ, দুপাট্টা, শাড়ির আঁচল দিয়ে চশমা মুছে নেন ৷ এই অভ্যাস সবার আগে ছাড়তে হবে ৷

# কেতা দেখিয়ে চশমা বুকপকেটে গুজবেন না ৷ মাথাতেও চড়াবেন না ৷ এতে দাগ পড়ে যাবে ৷ যতই স্ক্র্যাচপ্রুফ ফাইবার হোক না কেন, দাগ কিন্তু সম্পূর্ণ এড়ানো যাবে না ৷

advertisement

# চশমা যখন পরবেন ও খুলবেন সব সময় দু’ হাতই ব্যবহার করবেন ৷ এক হাতে চশমা পরা ও খোলার অভ্যাসে চশমার ক্ষতি হয় ৷

আরও পড়ুন : এই কারণের জন্য বর্ষার লোভনীয় গোলাপি পেয়ারা ক্রমেই হারিয়ে যাচ্ছে

# চশমা পরে ঘুমিয়ে পরবেন না একদমই৷ যতই ঘুম পাক, চশমা খুলে, মুছে বাক্সে রেখে তবেই ঘুমতো যাবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

# সারা দিনে অন্তত এক বার চশমা ভাল করে মুছে রাখবেন ৷ টেবিলে বা সমতলে চশমা রেখে পরীক্ষা করে নিন এর দু’টো ডাঁটি সমানভাবে তল স্পর্শ করছে কিনা ৷ একটা উঁচু অন্যটা নিচু হলে চশমা ও আপনার চোখ দু’য়েরই সমূহ বিপদ ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Care of your Eyeglasses : চশমা পরে রান্না করেন? চশমা পরেই ঘুমোতে চলে যান? জানেন কী ক্ষতি করছেন চোখের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল