TRENDING:

Storing Spices: অনেক দিন পর্যন্ত ধরে রাখতে চান মশলাপাতির স্বাদ-বর্ণ-গন্ধ? রাখুন এভাবে

Last Updated:

ঠিকমতো ব্যবহার করলে বহু দিন অবধি মশলার স্বাদ, বর্ণ ও গন্ধ বজায় রাখা যায় (Tips to store spices to keep those fresh for long)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় মশলা বিশ্ববিখ্যাত তার মশলার স্বাদের জন্য৷ সারা পৃথিবীতেই এই মশলা সমাদৃত তার স্বাদ ও গুণের জন্য৷ কিন্তু মশলাগুলি ব্যবহার করার সুনির্দিষ্ট বিধি আছে৷ ঠিকমতো ব্যবহার করলে বহু দিন অবধি মশলার স্বাদ, বর্ণ ও গন্ধ বজায় রাখা যায় (Tips to store spices to keep those fresh for long)৷
advertisement

এয়ারটাইট বাক্স-

অনেক দিন অবধি তাজা রাখার জন্য এয়ারটাইট বক্স বা কন্টেনারে মশলা রাখুন৷ কোনও কাচের পাত্র অথবা লোহার বাক্সে রাখতে পারেন৷ তাহলে বাতাসের থেকে দূরে থাকলে এর গন্ধ ও স্বাদ অটুট থাকবে৷ প্রায় এক বছর অবধি মশলা তাজা থাকবে৷

আরও পড়ুন : অর্শের সমস্যা নিবারণ থেকে হৃদযন্ত্রের সুস্থতা, কালো তিলেই লুকিয়ে ভালো থাকার আলো

advertisement

সূর্যালোক থেকে দূরে-

যদি মশলার গুণ ও গন্ধ ধরে রাখতে চান, তাহলে মশলার পাত্র সূর্যালোক থেকে দূরে রাখুন৷ রান্নাঘরে বা ভাঁড়ারে যেখানেই রাখুন না কেন, রোদের সংস্পর্শে রাখবেন না মশলাভর্তি পাত্র৷ তাহলে মশলার স্বাদ, গন্ধ ও বর্ণ দীর্ঘজীবী হবে৷

আরও পড়ুন : ঘরোয়া এই খাবারেই শীতকালে কমবে গাঁটের ব্যথা

advertisement

আর্দ্রতা থেকে বাঁচিয়ে-

মশলার ক্ষতি করার জন্য বর্ষাকাল হল খলনায়ক৷ বাতাসের অতিরিক্ত আর্দ্রতা মশলার ক্ষতি করে৷ তাই যেখানে আর্দ্রতা নেই, সেরকম কোনও জায়গায় সংরক্ষিত করুন মশলা৷ নয়তো মশলার পাত্রে ছত্রাক জন্মে নষ্ট করবে এর স্বাদ-সহ অন্যান্য বৈশিষ্ট্য৷

আরও পড়ুন : ব্লাড শুগার নিয়ন্ত্রণে নিয়মিত এই মশলাগুলি রাখুন ডায়েটে

advertisement

দীর্ঘ দিন সংগ্রহ নয়-

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সব কিছু নিয়ম মেনে রাখলেও মশলা দীর্ঘ দিম সংগ্রহ করে রাখবেন না৷ কারণ রোদ্দুর ও আর্দ্রতা থেকে বাঁচিয়ে রাখলেও মশলার স্বাদ ও গন্ধ ব্যাহত হয়৷ তাই বলা হয়, এক বছরের মধ্যে মশলা ব্যবহার করে ফেলুন৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Storing Spices: অনেক দিন পর্যন্ত ধরে রাখতে চান মশলাপাতির স্বাদ-বর্ণ-গন্ধ? রাখুন এভাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল