TRENDING:

Valentines Day 2023: ১০ মিনিটে বাড়িতেই ডিপ ক্লিনজিং ফেসিয়াল, ভ্যালেন্টাইন্স ডে-তে আপনাকেই সবচেয়ে সুন্দর দেখাবে!

Last Updated:

মাত্র ১০ মিনিট সময় লাগবে। ভ্যালেন্টাইন্স ডে-র আগেই মিলবে স্বাস্থ্যোজ্বল ত্বক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নিস্তেজ ত্বকের কারণ কী? উজ্জ্বল ত্বক কীভাবে মিলবে? অপর্যাপ্ত ঘুম, দূষণ, অতিরিক্ত রোদ, একটানা কাজ, ধূমপান, ব্যস্ত জীবনযাত্রার কারণে অকাল বলিরেখা এবং ত্বক সম্পর্কিত বিভিন্ন সমস্যা হতে পারে। এ ছাড়া ব্রণ এবং ব্ল্যাকহেডস তো খুব সাধারণ ব্যাপার।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে ঘরোয়া এবং প্রাকৃতিক টোটকা। রান্নাঘরের কয়েকটি উপাদান দিয়েই ক্লিনজিং ফেসিয়াল করা যায়। এতে ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল হয় এবং ত্বকের যে কোনও সমস্যার মোকাবিলাও করা যায়।

আরও পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে-র দিনে বিশেষ সাজগোজ! হালকা সাজেই হয়ে উঠুন মোহময়ী

advertisement

এখানে মুখের ব্রণ এবং কালো দাগ দূর করতে ঘরে বসেই কীভাবে ডিপ ক্লিনজিং ফেসিয়াল করতে হয় তার হদিশ দেওয়া হল। মাত্র ১০ মিনিট সময় লাগবে। ভ্যালেন্টাইন্স ডে-র আগেই মিলবে স্বাস্থ্যোজ্বল ত্বক।

প্রথম ধাপ-ক্লিনজিং: ত্বক চকচকে এবং স্বাস্থ্যকর রাখতে নিয়মিত পরিষ্কার করা জরুরি। সোজা কথায় ক্লিনজিং মাস্ট। ত্বকের ছিদ্রগুলোর সঠিক আকার বজায় থাকে। ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকে না। অতিরিক্ত তেল উৎপাদন রোধ হয়। মুখ পরিষ্কার করার পর ফেসিয়াল। এর জন্য লাগবে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ ড্রপ টি ট্রি এসেনসিয়াল ওয়েল এবং ১/২ চা চামচ মধু। সবকটা উপাদান একটা বাটিতে নিয়ে ভাল করে মেশাতে হবে। ব্যস, ক্লিনজার প্রস্তুত। এবার মিশ্রণটা লাগাতে হবে মুখে এবং ঘাড়ে। লাগানোর পর ২ থেকে ৩ মিনিট আলতো হাতে মাসাজ করতে হবে। ৫ মিনিট শুকানোর পরে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জলে।

advertisement

দ্বিতীয় ধাপ-স্ক্রাবিং: মৃত কোষ ত্বকের উপরিভাগে জমতে শুরু করলে গায়ের রঙ মলিন হয়ে যায়। এখানেই এক্সফোলিয়েশন, যেমন ফেস স্ক্রাব, কাজে আসতে পারে। মৃত কোষ দূর হলেই ত্বক মসৃণ এবং উজ্জ্বল হয়ে উঠবে। ফেস স্ক্রাবের জন্য ১/২ টেবিল চামচ নুন, ২ ফোঁটা গোলাপ জল এবং ১/২ চা চামচ মধু প্রয়োজন। একটা পাত্রে সবকটা উপাদান ভাল করে মেশালেই স্ক্রাব তৈরি হয়ে যাবে। এবার পেস্টটা মুখে বৃত্তাকারে স্ক্রাব করতে হবে। ৩ থেকে ৫ মিনিট স্ক্রাব করার পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentines Day 2023: ১০ মিনিটে বাড়িতেই ডিপ ক্লিনজিং ফেসিয়াল, ভ্যালেন্টাইন্স ডে-তে আপনাকেই সবচেয়ে সুন্দর দেখাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল