TRENDING:

Patchy and Rough Hands: শীতে খসখসে হয়ে পড়েছে হাত? যত্ন নিন এই সহজ ঘরোয়া উপায়ে

Last Updated:

কী করলে আপনার হাত শীতে খসখসে হবে না, নরম থাকবে, জেনে নিন সেই টিপস (Tips to keep your hands soft instead of patchy and rough in winter)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীত হল শুষ্কতার ঋতু৷ তার প্রভাব পড়ে আপনার হাতের উপরেও৷ ঘর গৃহস্থালির কাজে ঘন ঘন হাত ধুতে হয়৷ তার ফলে হাত আরও শুকিয়ে যায়৷ কী করলে আপনার হাত শীতে খসখসে হবে না, নরম থাকবে, জেনে নিন সেই টিপস (Tips to keep your hands soft instead of patchy and rough in winter)-
advertisement

অলিভ অয়েল-

এক চামচ ভর্তি বা প্রয়োজনমতো অলিভ অয়েল নিন৷ ভাল করে দুই করতলে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল লাগিয়ে নিন৷ এর পর কিছু ক্ষণ হাতে গ্লাভস পরে থাকুন৷ কয়েক ঘণ্টা পর হাত থেকে গ্লাভস খুলে নিন৷ দেখবেন আপনার দু’ হাত আগের থেকে উজ্জ্বল ও পেলব৷

আরও পড়ুন : স্বল্প খরচে এড়াতে চান জটিল শারীরিক সমস্যা? নিয়মিত খান পদ্মবীজ

advertisement

ময়শ্চারাইজিং-

আমন্ড অয়েল, অ্যাভোকাডো অয়েল, অ্যালোভেরা জেল এবং নারকেল তেল ব্যবহার করুন প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে৷ এর ফলে হাতের কোমলতা রক্ষা পায়৷ দিনে একাধিক সময়ে হাতে ময়শ্চারাইজার মাখুন৷ যখনই হাত শুষ্ক মনে হবে, ময়শ্চরাইজিং করুন৷

আরও পড়ুন : অন্তঃসত্ত্বা পর্বে একাধিক সমস্যায় নারকেল তেল আশীর্বাদের মতো

জলপান-

advertisement

বেশি করে জল খেলে শরীর থেকে টক্সিক পদার্থ বেরিয়ে যায়৷ এর ফলে ত্বক উজ্জ্বল হয়৷

হাতে সানস্ক্রিন-

সূর্যের অতিবেগুনি রশ্মিতে হাতের প্রচুর ক্ষতি হয়৷ এসপিএফ সমেত সানস্ক্রিন মাখুন হাতে৷ এর ফলে ত্বক নরম থাকে৷

আরও পড়ুন : শীতে ফুটিফাটা ত্বক এড়াতে চান? রইল কিছু সহজ টিপস

advertisement

উষ্ণ জল ব্যবহার করুন, গরম নয়-

হাত ধোওয়ার জন্য ব্যবহার করুন ল্যানোলিন এবং গ্লিসারিন দেওয়া সাবান ও উষ্ণ জল৷ হাত ধোওয়ার সময় নরমভাবে ধোবেন৷ ঘষবেন না৷ হাত শুকনোর সময়েও জোরে জোরে ঘষা চলবে না৷ নরম কাপড়ে জল ধীরে ধীরে শুষে নেবে৷ হাত পরিষ্কার করার পর ময়শ্চারাইজার দিতে হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Patchy and Rough Hands: শীতে খসখসে হয়ে পড়েছে হাত? যত্ন নিন এই সহজ ঘরোয়া উপায়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল