TRENDING:

Stress in professional life : স্ট্রেস সঙ্গী করেই চাকরি করতে হবে, জানুন মোকাবিলার উপায়

Last Updated:

স্ট্রেস সঙ্গী করেই চাকরি করতে হবে৷ বরং শিখতে হবে কী করে স্ট্রেস মোকাবিলা করতে হয়৷ (Tips to handle stress in professional life)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাকরি যে রকমই হোক না কেন, বাড়ছে স্ট্রেস৷ বিশেষ করে অতিমারিতে চাকরি পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে৷ স্ট্রেস থেকে ভেঙে পড়ছে স্বাস্থ্যও৷ হৃদরোগ থেকে কম মেটাবলিক রেট-সহ একাধিক সমস্যা দেখা দিচ্ছে৷ কাজের জায়গায় স্ট্রেস খুবই চেনা ছবি৷ স্ট্রেস সঙ্গী করেই চাকরি করতে হবে৷ বরং শিখতে হবে কী করে স্ট্রেস মোকাবিলা করতে হয়৷ (Tips to handle stress in professional life)
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

শৃঙ্খলাবদ্ধ থাকা-

সারা দিন কী কী করবেন, তার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার আগে থেকেই৷ দিন শুরু করুন সদর্থক চিন্তার সঙ্গে৷ সারাদিন কাজে মধ্যে থাকুন৷ পরিকল্পনা করা থাকলে সারা দিন তুলমনামূলক স্ট্রেস মুক্ত থাকতে পারবেন৷

সীমানা তৈরি করুন-

যতটা পারবেন চেষ্টা করুন বাড়িতে যেন কাজ নিয়ে যেতে না হয়৷ দিনের শুরু থেকে কাজের জায়গায় সেভাবেই কাজ করুন৷

advertisement

আরও পড়ুন :  বিপদ বলে কয়ে আসে না, চিকিৎসা পরিষেবার এই নতুন দিকগুলি নিয়ে এখনই জানুন

গসিপ থেকে দূরে থাকুন-

কাজের জায়গায় গসিপ অন্তহীন৷ চেষ্টা করুন যাতে গসিপ থেকে দূরে থাকতে পারেন৷ একবার যদি গসিপ-বৃত্তের অংশ হয়ে যান, তাহলে তার থেকে বার হতে পারবেন না৷ সহকর্মীকে নিয়ে আলোচনার থেকে মন দিন নিজের কাজে৷ নয়তো এমন আবর্তে পড়ে যাবেন, আপনার কাজ ব্যাহত হবে৷ পড়ে যাবে কাজের মান৷

advertisement

আরও পড়ুন :  বিঘ্নিত যৌনজীবন? উচ্চরক্তচাপ এর কারণ নয় তো?

মাল্টিটাস্ক নয়-

কাজকর্ম অর্গানাইজ করতে হবে৷তার পাশাপাশি মাল্টি টাস্কিং বা একসঙ্গে কাজ করার প্রবণতা ছাড়তে হবে৷ তবে অনেকেই মাল্টি টাস্কিংয়ে দক্ষ৷ কিন্তু এর জন্য অনুশীলন ও দক্ষতা প্রয়োজন৷ কিন্তু অদক্ষ হলে মাল্টি টাস্কিংয়ের চেষ্টা না করাই ভাল৷

advertisement

আরও পড়ুন :  ঘরে বাইরে সামলাতে গিয়ে নাস্তানাবুদ? ব্যক্তিগত ও পেশাদার জীবনের মধ্যে ভারসাম্য রাখুন এভাবেই

সহকর্মীদের সাহায্য-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গসিপ থেকে দূরে থাকবেন মানে এই নয় যে আপনি সহকর্মীদের থেকে দূরে থেকে শুধু কাজকেই পাখির চোখ করে থাকবেন৷ দিনের বেশিরভাগ অংশ আমাদের কেটে যায় সহকর্মীদের সঙ্গে৷ তাই তাঁদের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Stress in professional life : স্ট্রেস সঙ্গী করেই চাকরি করতে হবে, জানুন মোকাবিলার উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল