TRENDING:

Looking after indoor plant aralia :নামমাত্র খরচে অন্দরসজ্জা ও দূষণমুক্তি, ঘরে রাখুন অ্যারালিয়া

Last Updated:

Looking after indoor plant aralia : অল্প আয়াসে গৃহসজ্জা এবং দূষণ কমাতে অ্যারালিয়া গাছ রাখুন বাড়িতে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অন্দরসজ্জার পাশাপাশি আপনার ঘর থেকে অনেক বিষাক্ত গ্যাস এবং দূষণকারী উপাদান শোষণ করে নেয় অ্যারালিয়া (indoor plant aralia)৷ মূলত ক্রান্তীয় এশিয়া এবং পলিনেশিয়া অংশের এই গাছের ৭০ রকম প্রকারভেদ দেখা যায়৷ এর মধ্যে বেশিরভাগ গাছই এখনও অরণ্যেই শোভা পায়৷ কিছু অ্যারালিয়ার প্রজাতি ইন্ডোর প্ল্যান্ট হিসেবে খুবই জনপ্রিয়৷ গুল্মজাতীয় এই গাছ রাখতেই পারেন ঘরে৷ যত্ন নেওয়া বেশি পরিশ্রমসাধ্য বা সময়সাপেক্ষ নয় (Tips to grow and look after indoor plant aralia )৷ তাই অল্প আয়াসে গৃহসজ্জা এবং দূষণ কমাতে অ্যারালিয়া গাছ রাখুন বাড়িতে৷
ডেভিস কলেজ অফ এগ্রিকালচারের অধ্যাপক জিয়াং এ বিষয়ে একটি সমীক্ষা করেছিলেন।
ডেভিস কলেজ অফ এগ্রিকালচারের অধ্যাপক জিয়াং এ বিষয়ে একটি সমীক্ষা করেছিলেন।
advertisement

# বাড়িতে অ্যারালিয়া রাখলে এমন জায়গায় রাখুন যেখানে সূর্যের আলো প্রবেশ করে, কিন্তু সরাসরি রোদ লাগে না৷ জানালার তাক, ব্যালকনির কোণা, যেখানে রোদের তাপ নরম, সেখানেই বসান অ্যারালিয়ার টব৷ সবথেকে ভাল হয় যদি উত্তরের কোনও জানালায় বসান৷

আরও পড়ুন : ঘরোয়া উপকরণে সহজ উপায়ে বাড়িতেই তৈরি করুন ভেষজ লিপবাম

advertisement

# এই গাছের শিকড় খুব সংবেদনশীল ও নরম৷ সহজেই পচে যাওয়ার প্রবণতা দেখা যায়৷ তাই রোজ জল দেওয়ার দরকার নেই৷ যেদিন টবের মাটি পুরোপুরি শুকিয়ে যাবে, সেদিনই জল দিন৷ টবের নিকাশি ব্যবস্থাও যেন সাফ থাকে, খেয়াল রাখবেন সেদিকেও৷

advertisement

# অ্যারালিয়া গাছ সহজেই কীটের শিকার হয়ে পড়ে৷ গাছের পাতায় কোনও পোকা দেখলে সেই পাতা ধুয়ে দিন৷ কোনও পাতা পচে গেলে ফেলে দিন৷

আরও পড়ুন : কী দিয়ে ধোবেন? মুছবেনই বা কী দিয়ে? জেনে নিন আপনার চশমাকে ভাল রাখার খুঁটিনাটি

# যে মাটিতে জল সহজেই বেরিয়ে যায়, সেরকম ঝরঝরে দোআঁশ মাটিতেই অ্যারালিয়া গাছ ভাল হয়৷

advertisement

# আর্দ্র আবহাওয়ায় এই গাছ ভাল থাকে৷ তাই অতিরিক্ত উষ্ণতা বা আর্দ্রতা কোনও ক্ষতি করে না৷ অনেকেই রোজ এই গাছে জলের ছিটে দেন৷ কিন্তু সেটা না করলেও অসুবিধে নেই৷

আরও পড়ুন : ফিরে চলুন মা দিদিমার সাবেক রূপটানে, শীতের সঙ্গী হোক গ্লিসারিন

# গুল্মজাতীয় এই গাছ ঝোপের মতো আকারেই বড় হয়৷ মাঝে মাঝেই ট্রিমিং করে দেবেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

অ্যারালিয়া গাছ বড় হতে সময় নেয়৷ তাই অধৈর্য হয়ে বেশি বেশি জল বা সার দেবেন না৷ জৈব সার ব্যবহার করুন৷ প্রতি বছর এক বার টব পাল্টে নতুন টবে বসিয়ে দিন৷ তাহলে আরও ঝলমলে হবে আপনার অ্যারালিয়া৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Looking after indoor plant aralia :নামমাত্র খরচে অন্দরসজ্জা ও দূষণমুক্তি, ঘরে রাখুন অ্যারালিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল