লঙ্কা গুঁড়ো
লঙ্কার গুঁড়ো এক চা চামচ নিয়ে তার সঙ্গে জল মেশাতে হবে। তারপর সেটা স্প্রে বোতলে রেখে দিতে হবে। ইঁদুর দেখলেই সেটা স্প্রে করতে হবে। এটা খুব কার্যকর একটি উপায়। এই স্প্রে দিয়ে অন্যান্য পোকামাকড়ও দূর করা সম্ভব।
ন্যাপথলিন বল
আরশোলা দূর করতে যেমন ন্যাপথলিন বল ব্যবহার করা হয় তেমনই ইঁদুর দূর করতেও এই বলের ব্যবহার করা যায়। ঘরের বিভিন্ন জায়গায় ন্যাপথালিন বল রেখে দিলে ইঁদুর আসবে না। তাছাড়া জলের মধ্যে ন্যাপথালিন মিশিয়ে স্প্রেও তৈরি করা যায়।
advertisement
আরও পড়ুন : বাড়তি ওজন আর কোলেস্টেরল কোনওটাই কমছে না, কামরাঙা খান তো আপনি
লবঙ্গের তেল
লবঙ্গ তেলের গন্ধ খুব কড়া। তাই এই তেল ইঁদুর তাড়াতে ব্যবহার করা যেতে পারে। একটা কাপড়ে একটু লবঙ্গ তেল লাগিয়ে সেই কাপড় ঘরের কোণে রেখে দিতে হবে। এই তেলের গন্ধে ইঁদুর আসবে না।
পেঁয়াজের টুকরো
ইঁদুর পেঁয়াজের গন্ধ একদম পছন্দ করে না। আর এটাকে কাজে লাগিয়েই ইঁদুর তাড়াতে হবে। বাড়িতে যেখান দিয়ে ইঁদুর আসতে পারে বলে মনে হয় বা যেখানে ইঁদুরের উৎপাত দেখা যাচ্ছে সেখানে এক টুকরো পেঁয়াজ রেখে দিতে হবে। এটা মোটামুটি এক সপ্তাহ ধরে করতে হবে। ধীরে ধীরে দেখা যাবে যে ইঁদুর আর আসছে না।
আরও পড়ুন : নিখুঁত ত্বক পেতে ব্যবহার করুন গুলঞ্চ, দীপাবলিতে আপনিই শ্রেষ্ঠ সুন্দরী
ইঁদুর ধরার কল
ইঁদুর ধরার কল বা খাঁচা হল সর্বশেষ উপায়। বাড়িতে এই খাঁচা না থাকলে অনলাইনে অর্ডার করা যায় বা বাজারে কিনতেও পাওয়া যায়। সেই বাক্স খাঁচায় এক টুকরো রুটি বা চিজ রাখলে ইঁদুর সেখানে ঢুকবে। ইঁদুর ঢুকলে খাঁচার দরজা বন্ধ হয়ে যাবে। তবে ইঁদুর অনেক দূরে ছেড়ে আসতে হবে যাতে সে আর না ফিরে আসে!
( এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)