বাড়তি ওজন আর কোলেস্টেরল কোনওটাই কমছে না, কামরাঙা খান তো আপনি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Health benefits of starfruit : কম দামি, তথাকথিত গ্ল্যামারহীন বলে এই ফলকে আমরা খুব একটা গুরুত্ব দিই না৷ তাই হেলায় হারাই এর উপকারিতা
দিব্যি সবুজ রং গায়ের৷ কিন্তু ফলের নাম কামরাঙা৷ গড়নের জন্য ইংরেজিতে ডাকা হয় ‘স্টার ফ্রুট’ বলে৷ গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে ফলে কামরাঙা৷ ফলে বাজার থেকে কেনার দরকার হয় না৷ কিন্তু শহরে তো বাজার থেকে কিনে খাওয়া ছাড়া উপায় নেই৷ কম দামি, তথাকথিত গ্ল্যামারহীন বলে এই ফলকে আমরা খুব একটা গুরুত্ব দিই না৷ তাই হেলায় হারাই এর উপকারিতা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement