নিখুঁত ত্বক পেতে ব্যবহার করুন গুলঞ্চ, দীপাবলিতে আপনিই শ্রেষ্ঠ সুন্দরী
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Giloy in skincare : গুলঞ্চ বা গিলয় অত্যন্ত জনপ্রিয়। এতে শরীর তরতাজা তো হয়ই, ত্বকের স্বাস্থ্যও ফেরে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শরীর ডিটক্সিফাই করার পরামর্শ দেন চিকিৎসকরা। এ জন্য গুলঞ্চ বা গিলয় অত্যন্ত জনপ্রিয়। এতে শরীর তরতাজা তো হয়ই, ত্বকের স্বাস্থ্যও ফেরে। প্রসঙ্গত, গিলয় (টিনোস্পোরা কর্ডিফোলিয়া)হল একটি আয়ুর্বেদিক ভেষজ। ভারতীয় ওষুধে এর ব্যবহার বহু প্রাচীন। সংস্কৃতে গিলয়-কে ‘অমৃত’ বলা হয়েছে। অর্থাৎ এটা শুধু সামগ্রিক স্বাস্থ্যই নয়, ত্বকও ভাল রাখে। এখানে ত্বকে গিলয়ের ৫টি আশ্চর্যজনক উপকারিতার কথা আলোচনা করা হল।
বার্ধক্য রোধ করে: গিলয়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটা কোষকে ক্ষতি হওয়া থেকে বাঁচায়, ত্বককে ফ্রি র্যাডিক্যাল থেকে রক্ষা করে। অকাল বার্ধক্য প্রতিরোধে তাই এর জুড়ি নেই। সূক্ষ রেখা, বলিরেখা, দাগ এবং কালো দাগ দূর করতে গিলয় অব্যর্থ।
গায়ের রঙ উজ্জ্বল করে: ফেয়ারনেস ক্রিমে আদৌ কাজ হয় কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু গুলঞ্চ নিয়ে কোনও কথা হবে না। গায়ের রঙ উজ্জ্বল করতে এর জুড়ি নেই। এ জন্য গুলঞ্চ পাতা বা কাণ্ড বেটে পেস্ট তৈরি করতে হবে। তারপর পুরু করে লাগাতে হবে মুখে। শুকনোর জন্য কুড়ি মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে এক মাসের মধ্যে হাতেনাতে ফল মিলবে।
advertisement
advertisement
আরও পড়ুন : আয়ুর্বেদের তৈল পাক বিধিই আজকের প্রোটিন অয়েল! চুলের সব সমস্যা দূর এই তেলেই
ব্রণ প্রতিরোধী: বলা হয় গুলঞ্চ পাতার রস খেলে রক্ত পরিষ্কার হয়। আদিকাল থেকেই এটা প্রাকৃতিক প্রতিকার হিসেবে ব্যবহার হয়ে আসছে। আয়ুর্বেদে তাই একে ‘রক্তশোধক’ বলা হয়। এটা ত্বকে থাকা জীবাণু এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। ব্রণর হাত থেকে ত্বককে রক্ষা করে। সঙ্গে পরিষ্কার এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে।
advertisement
ভিতর থেকে আভা এনে দেয়: গুলঞ্চ পাতার রস খেলে লিভারও ভাল থাকে। এটাই ডিটক্সিফিকেশনে সাহায্য করে। সঠিক হজম এবং ডিটক্সিফিকেশন ত্বকের প্রাকৃতিক চার্জার হিসাবে কাজ করে। ত্বক রাখে পরিষ্কার, কোমল এবং উজ্জ্বল।
আরও পড়ুন : শুধুই কি অপকারী, ঘি খাওয়া কি একদমই উচিত নয়, জানুন আসল কথা
একজিমা এবং ডার্মাটাইটিসের চিকিৎসায়: এই ভেষজটি গুরুতর ত্বকের ব্যাধি যেমন, একজিমা, ডার্মাটাইটিস এবং এমনকী কুষ্ঠরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিলেপ্রোটিক বৈশিষ্ট্য কঠিন এবং বেদনাদায়ক ত্বকের রোগের চিকিৎসায় কার্যকরী ভূমিকা নেয়। ফুসকুড়ি এবং লালভাব কমাতেও এর জুড়ি নেই।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2022 12:33 PM IST