TRENDING:

দামি দামি সোনার গয়না বাঁচাতে মেনে চলুন এই কৌশলগুলি, না হলেই কিন্তু লোকসান!

Last Updated:

হীরার গহনার যত্ন করে রাখতে গেলে একটি বাটার পেপার ব্যবহার করা যেতে পারে। বাটার পেপারে মুড়ে হিরের গয়না রাখা যায়। যদি বাটার পেপার না থাকে তা হলে সাধারণ টিস্যু পেপারেও গয়না মুড়ে রাখা যেতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যে কোনও মানুষের কাছে বিবাহ একটি বিশেষ ব্যপার। বিয়ের সাজ, বিয়ের পোশাক—সবই বিশেষ হয়ে থাকে। অভিভাবকেরাও চেষ্টা করেন নিজদের সেরাটুকু দিয়ে মেয়েকে সাজিয়ে দিতে ওই বিশেষ দিনে। তাই দামি পোশাক, ভারী গয়না কিনে থাকেন সকলে নিজের নিজের সাধ্য মতো।
advertisement

কিন্তু অনেক সময়ই দেখা যায় ওই সব দামি শাড়ি, ভারি গয়না পরবর্তী কাবে আর পরা হয় না। অনেকে স্মৃতি হিসেবে যত্ন করে তুলে রাখেন। আবার অনেকে সোনার গয়না ব্যবহার করেন। সময়ের সঙ্গে সঙ্গে তার ঔজ্জ্বল্য কমে যেতে পারে। কিন্তু একটু সচেতন ভাবে সংরক্ষণ করতে পারলেই বিয়ের গয়না থাকবে একেবারে নতুনের মতো। রইল কিছু টিপস—

advertisement

আরও পড়ুন: মেদহীন শরীর পেতে আমলকীর চা! ওজন কমাতে আজ থেকেই ডায়েটে যোগ করুন

মলমলের কাপড়—

গয়নার সঠিক যত্ন না নিলে তা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তাই বিয়ের দিনের বিশেষ গয়না এক টুকরো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। কাপড়টি মলমলের হলেই সব থেকে ভাল। এর ফলে গয়নাগুলি বছরের পর বছর ধরে নতুনের মতো দেখাবে।

advertisement

গয়নার বাক্স—

বিয়ের গয়নার যত্ন নিতে হলে সব গয়না পরিষ্কার করে বাক্সে রেখে দেওয়াই ভাল। মনে রাখতে হবে, বাক্সের ভিতর জোর করে অনেক গয়না ঢুকিয়ে না ফেলাই ভাল। বাক্সের আকার আকৃতি অনুযায়ী গয়না রাখতে হবে যত্ন করে।

বাটার পেপার—

হীরার গহনার যত্ন করে রাখতে গেলে একটি বাটার পেপার ব্যবহার করা যেতে পারে। বাটার পেপারে মুড়ে হিরের গয়না রাখা যায়। যদি বাটার পেপার না থাকে তা হলে সাধারণ টিস্যু পেপারেও গয়না মুড়ে রাখা যেতে পারে।

advertisement

আরও পড়ুন: সামনেই বিয়ে? দাগ ছোপহীন ত্বকের জন্য এই ফেসপ্যাক ম্যাজিকের মতো, আজই ব্যবহার করুন!

অন্য দরকারি টিপস—

গয়না ব্যবহার করার সময়ও কিছু সতর্কতা রাখা দরকার। যেমন—

১. গয়নায় জল না লাগাই ভাল।

২. সুগন্ধি বা বডি স্প্রে থেকে তো অবশ্যই গয়না বাঁচিয়ে রাখতে হবে। কারণ সুগন্ধিতে উপস্থিত রাসায়নিক গহনার ধাতুকে বিবর্ণ করে দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৩. সপ্তাহে অন্তত দু’একবার গয়না পরিষ্কার করে নিতে হবে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
দামি দামি সোনার গয়না বাঁচাতে মেনে চলুন এই কৌশলগুলি, না হলেই কিন্তু লোকসান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল