সামনেই বিয়ে? দাগ ছোপহীন ত্বকের জন্য এই ফেসপ্যাক ম্যাজিকের মতো, আজই ব্যবহার করুন!

Last Updated:

ঘরোয়া একটি ফেস প্যাক খুব সহজে বানিয়ে ফেলা যায় যা, ত্বককে বিয়ের দিনের জন্য প্রস্তুত করবে এবং মুখের সৌন্দর্য দ্বিগুণ করবে। হাতে যদি আর এক মাস সময় থাকে তো আজই শুরু করে দেওয়া যাক এই বিশেষ ক্লিনজিং পদ্ধতি।

বিজ্ঞাপনে ভেসে ওঠে নিদাগ মুখের সারি, মডেলের ত্বকে জ্বলে ওঠে হাজার আলোর রোশনাই। একটা সময় ছিল যখন মানুষ টেলিভিশনের এ সব চমকে বিশ্বাস করতেন। এখন আর তেমন নয়, সকলেই জানেন এ সব মেক-আপ শিল্পীর হাতযশ আর প্রযুক্তির কারিগরি। বিজ্ঞাপনদাতা সংস্থাও আইনের ফাঁসে লিখে দিতে বাধ্য হন ওই প্রদর্শনের অনেকখানিই তাদের সৃজনীকল্পনার প্রকাশ।
কিন্তু নিজের ত্বকের যত্ন নেওয়ার পথ তবে কী! নতুন নতুন কত পণ্যই তো বাজারে আসে, ত্বকের যত্নের জন্য। সব কিছু সকলের ত্বকে কাজ করে না, পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে। আবার সব পণ্য সাশ্রয়ীও নয়।
এ দিকে গত কয়েক বছরে রমরম করে বেড়েছে ইন্টারনেট কনটেন্টের বাজার। ইন্টারনেটে হাজার হাজার ইনফ্লুয়েন্সার নানা ধরনের টিপস দিয়ে চলেছেন সৌন্দর্য নিয়ে। তা হলে কোনটি মেনে চলা উচিত!
advertisement
advertisement
প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের যত্ন নেওয়া সব থেকে ভাল পথ। যে কোনও বাজারজাত পণ্যের ভিতর সামান্য হলেও রাসায়নিক থাকতে বাধ্য। একেবারে প্রাকৃতিক সামগ্রী ব্যবহার করলে পার্শ্বপ্রতিক্রিয়ার সম্ভাবনা কম হয়।
advertisement
ঘরোয়া একটি ফেস প্যাক খুব সহজে বানিয়ে ফেলা যায় যা, ত্বককে বিয়ের দিনের জন্য প্রস্তুত করবে এবং মুখের সৌন্দর্য দ্বিগুণ করবে। হাতে যদি আর এক মাস সময় থাকে তো আজই শুরু করে দেওয়া যাক এই বিশেষ ক্লিনজিং পদ্ধতি—
advertisement
প্রয়োজনীয় উপাদান
২-৩ টেবল চামচ বেসন
২-৩ চা চামচ গোলাপ জল
একটি ভিটামিন-ই ক্যাপসুল
বেসন ত্বকে জমে থাকা ট্যানিং কমাতে সাহায্য করে। ত্বকের যে কোনও ধরণের সংক্রমণ প্রতিরোধে বেসন খুব উপকারী। ভিটামিন-ই ত্বকে উপস্থিত কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে। ত্বককে ময়েশ্চারাইজ করে, কালো দাগ কমাতে পারে।
অন্য দিকে গোলাপ জল হল একটি প্রাকৃতিক টোনার যা রোমকুপের মুখ বড় হতে দেয় না।
advertisement
ব্যবহারবিধি
একটি পরিষ্কার পাত্রে প্রায় ২-৩ চামচ বেসন আর দু’চা চামচ গোলাপ জল দিন নিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে। এরপর এতে যোগ করে দিতে হবে একটি ভিটামিন-ই ক্যাপসুল।
এবার একটি ব্রাশের সাহায্যে এই ফেসপ্যাকটি মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে নিতে হবে। কমপক্ষে ২০ মিনিট রেখে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
advertisement
এই ফেস প্যাকটি কিন্তু কোনও ভাবেই চোখের চার পাশে লাগানো যাবে না। সপ্তাহে কমপক্ষে দু’দিন এটি ব্যবহার করতে হবে। তা হলেই ক্রমাগত মুখের ত্বক উজ্জ্বল হয়ে উঠবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সামনেই বিয়ে? দাগ ছোপহীন ত্বকের জন্য এই ফেসপ্যাক ম্যাজিকের মতো, আজই ব্যবহার করুন!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement