TRENDING:

বাড়িতে এটা রাখলেই মিটবে আর্থিক সমস্যা, ফিরবে ভাগ্য

Last Updated:

বেশ কয়েকদিন ধরেই পরিবারের চলছে আর্থিক সমস্যা ? টাকাপয়সার টানাপোড়েনে সংসারে শান্তি নেই ৷ অনেক বলেছেন সময় খারাপ যাচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেশ কয়েকদিন ধরেই পরিবারের চলছে আর্থিক সমস্যা ? টাকাপয়সার টানাপোড়েনে সংসারে শান্তি নেই ৷ অনেক বলেছেন সময় খারাপ যাচ্ছে ৷ সমস্যা দুর করতে বিভিন্ন রকম উপায় প্রয়োগ করেও ফল পাননি কোন ৷ তবে আর চিন্তার কোনও দরকার নেই ৷ কারণ আপনার জন্য এমন একটা উপায় নিয়ে এসেছি যাতে খুব শীঘ্রই ও সহজে খুলে যাবে আপনার ভাগ্যের চাবি ও একই সঙ্গে সমস্ত সমস্যা ও চিন্তা দুর হয়ে যাবে ৷
advertisement

আরও পড়ুন: ফের মামলা, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার আশঙ্কা

প্রত্যেক বাড়ির পুজোর ঘরে কর্পূর রাখা অত্যন্ত জরুরি ৷ ভগবানের আরতি ও পরবিবেশ শুদ্ধ করার জন্য বেশিরভাগ সময় কর্পূর ব্যবহার করা হয়ে থাকে ৷ এই কর্পূর আপনার ভাগ্য ফিরিয়ে আনতে একটি মুখ্য ভূমিকা পালন করে ৷

আরও পড়ুন: আশ্বাস সত্ত্বেও সার্জ চার্জ কমাল না ওলা উবর, ক্ষুব্ধ পরিবহন দফতর

advertisement

তাই আপনিও যদি আপনার ভাগ্য ফিরিয়ে আনতে চান তাহলে আপনিও বাড়িতে রাখতে শুরু করে দিন কর্পূর ৷ এটি সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে শুরু করলেও আপনার জীবনেও ধন সম্পত্তির কোনও অবাব থাকবে না ৷

আপনার পরিবাবে যদি টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে, টাকা খরচ হচ্ছে বেশি বা আর্থিক সমস্যায় ভুগছেন তাহলে রাতে রুপোর বাটিতে কর্পূর ও লবঙ্গ পোরান ৷ কয়েকদিন এই নিয়মটি পালন করলেই দেখবেন আবার আপনার ভাগ্য ফিরে এসেছে ৷

advertisement

আরও পড়ুন: জলে ঢাকা গর্ত, মুম্বইয়ে মহিলা বাইকআরোহীকে পিষে দিয়ে গেল বাস

বাড়ি বা অফিসের বাস্তুদোষ দুর করতে বাড়িতে দুটো কর্পূর রাখুন ৷ এই দুটি শেষ হলে তবে আরও দুটি নিয়ে এসে রাখুন ৷ এটা নিয়মিত মেনে চললে দেখবেন বাস্তুদোষ কেটে গিয়েছে ৷

বাড়িতে শান্তি বজায় রাখতে কর্পূরকে ঘিতে ভিজিয়ে সকাল ও সন্ধেবেলায় তাতে আগুন জ্বালান ৷

advertisement

শনিবার কর্পূরের তেলের কয়েক ফোঁটা জলে দিয়ে স্নান করলে সমস্ত রকম রোগ ব্যাধি দুরে রাখা যাবে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাড়িতে এটা রাখলেই মিটবে আর্থিক সমস্যা, ফিরবে ভাগ্য