আশ্বাস সত্ত্বেও সার্জ চার্জ কমাল না ওলা উবর, ক্ষুব্ধ পরিবহন দফতর
Last Updated:
নিয়ন্ত্রণে এল না অ্যাপ ক্যাবের সার্জ। ভাড়ার ৪৫% ঊর্ধ্বসীমা মানা হল না। ভাড়ায় ৪৫%-এর ঊর্ধ্বসীমা বেঁধে দেয় রাজ্য সরকার।
#কলকাতা: নিয়ন্ত্রণে এল না অ্যাপ ক্যাবের সার্জ। ভাড়ার ৪৫% ঊর্ধ্বসীমা মানা হল না। ভাড়ায় ৪৫%-এর ঊর্ধ্বসীমা বেঁধে দেয় রাজ্য সরকার। আজ থেকে নয়া ভাড়া চালুর কথা ছিল। সাধারণ এসি ট্যাক্সির ভাড়াই বেস-ফেয়ার হিসেবে মানার কথা ছিল। রাজ্যের নির্দেশ এখনও মানেনি সংস্থাগুলি।
পাহাড় প্রমাণ সার্জেই ফুলেফেঁপে উঠছে ব্যবসা। এত সহজে তা ছাড়া যায় নাকি? রাজ্য সরকার চাইলেও কাজের দিনে সকাল ৮ থেকে রাত ৮ টাকা পর্যন্ত সার্জ বন্ধ করতে রাজি নয় ওলা-উবর। রাজ্যকে চিঠি দিয়ে জানিয়ে দিল দুই সংস্থা। দেওয়া হল বিকল্প প্রস্তাব। তবে রাজ্যের দাবি মেনে বেস ফেয়ার কমাতে রাজি হয়েছিল ক্যাব সংস্থা।
advertisement
advertisement
ক্যাব সংস্থার তরফে জানানো হয় অফিস টাইমে সার্জ তোলা সম্ভব নয় ৷
তবে মাসে নিদির্ষ্ট যাত্রীর থেকেই সার্জ নেওয়া হবে ৷ মাসে সর্বাধিক ২৫ শতাংশ যাত্রীর থেকে সার্জচার্জ ৷
advertisement
বেস চার্জের ক্ষেত্রে অবশ্য রাজ্যের প্রস্তাব মানতে রাজি বলে জানিয়েছিল ক্যাব সংস্থা। এসি ট্যাক্সির হারে বেস চার্জ নেবে অ্যাপ ক্যাব ৷ এসি ট্যাক্সির বেস চার্জ জিএসটি সহ প্রায় ৪০ টাকা ৷ অ্যাপ ক্যাবের ক্ষেত্রে তা এখন প্রায় ৪৮ টাকা ৷ তবে আজও রাজ্যের নির্দেশ মানেনি ক্যাব সংস্থাগুলি ৷
view commentsLocation :
First Published :
July 09, 2018 4:37 PM IST