TRENDING:

Jhargram News: পুজোর বাজারে তাক লাগাচ্ছে 'আমার কাপড়'! কোয়েলের শাড়িতে স্বনির্ভরতার বার্তা

Last Updated:

Puja Fashion: ঝাড়গ্রামের এক তরুণী শাড়ির সম্ভার নিয়ে নিজের বাড়িতেই শুরু করেছেন 'দেশের কাপড়'। যেখানে মূলত সাধারণ শাড়ির উপর নারীদের পছন্দমতো হাতের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: অপেক্ষার আর কয়েক দিন, তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোতে সকলেই চান নিজেকে অন্যের থেকে আলাদাভাবে সাজিয়ে তুলতে। রূপচর্চার পাশাপাশি সকলেই ভালো শাড়ি ও গয়নার খোঁজ করতে থাকেন।
advertisement

ঠিক এই কথা মাথায় রেখেই ঝাড়গ্রামের এক তরুণী শাড়ির সম্ভার নিয়ে নিজের বাড়িতেই শুরু করেছেন ‘দেশের কাপড়’। যেখানে মূলত সাধারণ শাড়ির উপর নারীদের পছন্দমতো হাতের কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। যার চাহিদা রয়েছে তুঙ্গে। কেবলমাত্র নারীদের পছন্দমতো শাড়ি তুলে দিচ্ছেন, তা ঠিক নয়। স্বনির্ভর হওয়ার মধ্য দিয়ে বার্তা দিচ্ছেন নারীদের স্বনির্ভর হওয়ার।

advertisement

আরও পড়ুন- রাত হলেই আপনার মুখের উপর ‘উৎসব’ করে এই প্রাণীরা! খেতে আসে তেল…! ভয়ঙ্কর সত্যি

ঝাড়গ্রাম শহরের নৃপেণপল্লী এলাকার বাসিন্দা সেই তরুণীর নাম কোয়েল মিত্র। নিজস্ব উদ্যোগে কয়েক বছর আগে শুরু করেছেন ‘দেশের কাপড়’ নামের একটি প্রতিষ্ঠান। যেখানে তিনি বাজারের থেকে ভিন্ন ধরনের শাড়ির সামগ্রী নিয়ে সকলের কাছে তুলে ধরেছেন।

advertisement

View More

শাড়িতে বিভিন্ন দেব-দেবীর মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে, কোথাও আবার জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের নৃত্যানুষ্ঠান, আবার কোথাও বিভিন্ন পশু-পাখির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে শাড়ির মধ্যে। যা অন্য মাত্রা এনেছে শাড়ির দুনিয়ায়।

আরও পড়ুন- ‘সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত’… প্রার্থীদের সঙ্গে রাস্তায় বসলেন কুণাল!

কোয়েল মিত্র বলেন, “পুজোর সময় সকলেই নতুন কিছুর সন্ধানে থাকে। সে কথা মাথায় রেখে আমি ‘দেশের কাপড়’ নামের প্রতিষ্ঠান শুরু করেছিলাম। যেখানে শাড়ির উপর নানা হাতের কারুকার্য করেছি শাড়িগুলিকে এক অন্য মাত্রা দেওয়া জন্য। একটা শাড়ির সঙ্গে আর একটা শাড়ির কোনও ভাবেই মিল হবে না। প্রতিটা শাড়ি আলাদা হবে। শুরু থেকেই মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়েছে আমার এই ভাবনাচিন্তার। হাতের তৈরি শাড়ির পাশাপাশি আমার কাছে রয়েছে কাঞ্জিভরম, সুতির শাড়ি, কাঁথাস্টিচ শাড়ি , টিস্যু, বেনারসি সব ধরনের শাড়ি রয়েছে এছাড়াও পুরুষদের জন্য আমার কাছে রয়েছে পাঞ্জাবি ও শার্ট”।

advertisement

শাড়ির উপর নানা কারুকার্য ফুটিয়ে তুলে শাড়িকে এক অন্য মাত্রা দেওয়ার পাশাপাশি সমাজকে কোয়েল মিত্র বার্তা দিতে চাইছেন। নারীরাও পিছিয়ে নেই। সমাজের মূল স্রোতে থেকে তাঁরাও স্বনির্ভর হতে পারেন, মনে করছেন কোয়েল।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বুদ্ধদেব বেরা

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jhargram News: পুজোর বাজারে তাক লাগাচ্ছে 'আমার কাপড়'! কোয়েলের শাড়িতে স্বনির্ভরতার বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল