Kunal Ghosh Supporting SLST Protest: 'সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত'... প্রার্থীদের সঙ্গে রাস্তায় বসলেন কুণাল!

Last Updated:

Kunal Ghosh Supporting SLST Protest: কলকাতা হাইকোর্টে মিছিল করে যেতে চান বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা। তাঁদের আটকাতে আকাশবাণীর সামনে কড়া নিরাপত্তা। রাস্তায় ব্যারিকেড, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

'সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত'... প্রার্থীদের সঙ্গে রাস্তায় বসলেন কুনাল!
'সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত'... প্রার্থীদের সঙ্গে রাস্তায় বসলেন কুনাল!
কলকাতা: SLST প্রার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দিলেন কুণাল ঘোষ। আদালতের নির্দেশ সত্ত্বেও মিলছে না স্কুলের চাকরি। কলকাতা হাইকোর্টে মিছিল করে যেতে চান বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা। তাঁদের আটকাতে আকাশবাণীর সামনে কড়া নিরাপত্তা। রাস্তায় ব্যারিকেড, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর মধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে বসে কথা বলতে দেখা গেল কুণালকে। বিক্ষোভ শুরু হয়েছে রাস্তা অবরোধ করে। জানা যায়, বিক্ষোভকারীরা কর্মশিক্ষা ও শারীরশিক্ষা চাকরিপ্রার্থী। ১৫০-১৭০ জনের জমায়েত করে হাইকোর্টের দিকে আসার কথা।
advertisement
শেষমেষ ছয় জনকে আদালতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পুলিশের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বিক্ষোভকারীদের বলেন, “রাজ্য সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত। এই টালবাহানা যথাযথ নয়। আপনারা আজ আদালতে গিয়ে আপনাদের দাবি জানান। আমি কথা বলছি বাকিটা।”
advertisement
৯ বছর ধরে পরীক্ষা হয়নি স্কুল সার্ভিস কমিশনের। অপেক্ষায় বয়স বাড়ছে প্রার্থীদের। এর আগেও দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ করেছেন প্রার্থীরা। আদালতের আশ্বাস ছিল, শীঘ্রই হবে নিয়োগের পরীক্ষা। সেই মতো কোনও কিছুই না হওয়ায় ফের আন্দোলনে শামিল হয়েছেন শিক্ষক পদ প্রার্থীরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh Supporting SLST Protest: 'সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত'... প্রার্থীদের সঙ্গে রাস্তায় বসলেন কুণাল!
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement