Kunal Ghosh Supporting SLST Protest: 'সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত'... প্রার্থীদের সঙ্গে রাস্তায় বসলেন কুণাল!
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
Kunal Ghosh Supporting SLST Protest: কলকাতা হাইকোর্টে মিছিল করে যেতে চান বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা। তাঁদের আটকাতে আকাশবাণীর সামনে কড়া নিরাপত্তা। রাস্তায় ব্যারিকেড, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলকাতা: SLST প্রার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দিলেন কুণাল ঘোষ। আদালতের নির্দেশ সত্ত্বেও মিলছে না স্কুলের চাকরি। কলকাতা হাইকোর্টে মিছিল করে যেতে চান বিক্ষোভকারী চাকরিপ্রার্থীরা। তাঁদের আটকাতে আকাশবাণীর সামনে কড়া নিরাপত্তা। রাস্তায় ব্যারিকেড, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর মধ্যেই আন্দোলনকারীদের সঙ্গে বসে কথা বলতে দেখা গেল কুণালকে। বিক্ষোভ শুরু হয়েছে রাস্তা অবরোধ করে। জানা যায়, বিক্ষোভকারীরা কর্মশিক্ষা ও শারীরশিক্ষা চাকরিপ্রার্থী। ১৫০-১৭০ জনের জমায়েত করে হাইকোর্টের দিকে আসার কথা।
advertisement
শেষমেষ ছয় জনকে আদালতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পুলিশের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বিক্ষোভকারীদের বলেন, “রাজ্য সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত। এই টালবাহানা যথাযথ নয়। আপনারা আজ আদালতে গিয়ে আপনাদের দাবি জানান। আমি কথা বলছি বাকিটা।”
advertisement
৯ বছর ধরে পরীক্ষা হয়নি স্কুল সার্ভিস কমিশনের। অপেক্ষায় বয়স বাড়ছে প্রার্থীদের। এর আগেও দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ করেছেন প্রার্থীরা। আদালতের আশ্বাস ছিল, শীঘ্রই হবে নিয়োগের পরীক্ষা। সেই মতো কোনও কিছুই না হওয়ায় ফের আন্দোলনে শামিল হয়েছেন শিক্ষক পদ প্রার্থীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 10, 2024 4:49 PM IST









