আজ রঘুনাথপুর শহরের বুকে এই বিহারি স্পেশাল চা এক বিশেষ স্বাদ ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে, যেখানে এক কাপ গরম চায়ের সঙ্গে মিশে আছে পরিশ্রম, আন্তরিকতা ও পাঁচ বছরের ভালোবাসার গল্প।
পুরুলিয়া: পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে এখন বিহারের স্পেশাল চা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় পাঁচ বছর আগে রঘুনাথপুর বাসস্ট্যান্ডের পাশে একটি ছোট ঠেলাগাড়ি নিয়ে এই বিশেষ চা বিক্রি করা শুরু করেন বিহারের বাসিন্দা ওঙ্কার সাউ। তার হাতে তৈরি অনন্য স্বাদের এই চা আজ স্থানীয় মানুষ থেকে শুরু করে দূরদূরান্তের যাত্রীদের কাছেও সমানভাবে প্রিয় হয়ে উঠেছে।
advertisement
ওঙ্কার সাউ ও তাঁর ছেলে রিতেশ সাউ প্রায় পাঁচ বছর আগে রঘুনাথপুর বাসস্ট্যান্ডের পাশে তাঁদের এই ছোট্ট চা দোকানটি চালু করেন। চা পাতা, চিনি, এলাচ এবং পড়া দুধের নিখুঁত মিশ্রণে তৈরি এই বিশেষ চা খুব অল্প সময়েই রঘুনাথপুরের মানুষজনদের মন জয় করে নেয়। ধীরে ধীরে বাসস্ট্যান্ডে আসা যাত্রীদের মাঝেও ছড়িয়ে পড়ে এর জনপ্রিয়তা।
বর্তমানে এই দোকানের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিদিন এক হাজারেরও বেশি কাপ চা বিক্রি হয় এখানে। মাটির ভাঁড়ে পরিবেশন করা এই পড়া দুধের চায়ের দাম প্রতি কাপ মাত্র ১০ টাকা। ওঙ্কার সাউ বলেন, “আমরা প্রতিদিন সকালে তাজা দুধ পুড়িয়ে এই চা তৈরি করি। আমাদের উদ্দেশ শুধু চা বিক্রি করা নয়, মানুষের মুখে বিহারের স্পেশাল চায়ের স্বাদকে নিয়ে আসা।
আজ রঘুনাথপুর শহরের বুকে এই বিহারি স্পেশাল চা এক বিশেষ স্বাদ ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে, যেখানে এক কাপ গরম চায়ের সঙ্গে মিশে আছে পরিশ্রম, আন্তরিকতা ও পাঁচ বছরের ভালবাসার গল্প।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷