অশ্বগন্ধা মূলের একাধিক ওষধি গুণ আছে৷ এর অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান অক্সিডেটিভ স্ট্রেসের সঙ্গে যুঝতে সাহায্য করে৷ পুরুষদের ক্ষেত্রে টেস্টোটেরন হরমোনের মাত্রাও ঠিক রাখে এই ভেষজ৷
আরও পড়ুন : আপনার চায়ে কি ভেজাল মেশানো আছে? বুঝতে পারবেন এই সাধারণ পরীক্ষায়
নীলচে সবুজ এই ভেষজ একাধিক ভিটামিন এবং ওমেগা থ্রি ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের প্রাকৃতিক উৎস৷ কোষের মেটাবলজিম, গঠন, সুরক্ষা এবং কার্ডিওভাসক্যুলার রোগ থেকে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে এই ভেষজ৷
advertisement
বিশ্বের প্রাচীনতম গাছগুলির মধ্যে অন্যতম গিঙ্কগো বিলোবা নিজেই অ্যান্টিঅক্সিড্যান্ট এবং রক্তপ্রবাহ ঠিক রাখে৷ গিঙ্কগোতে থাকা ফ্ল্যাভোনয়েড স্মৃতিশক্তিও ধরে রাখে৷
আরও পড়ুন : শীতকালে দৈনিক ডায়েটে রাখতেই হবে ডিমসিদ্ধ, জানুন এর একাধিক উপকারিতা সম্বন্ধে
জিনসেঙ প্রসিদ্ধ অ্যান্টি টিউমার এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের জন্য৷ সেইসঙ্গে ক্লান্তি ও মানসিক উদ্বেগ কাটাতে সাহায্য করে৷
ফলের মধ্যে ব্লুবেরিতে আছে সর্বোচ্চ মাত্রায় তীব্র অ্যান্টি অক্সিড্যান্ট মাত্রা৷ শরীরে লিপিডের মাত্রা ঠিক রাখে এই ফল৷ কোলেস্টেরল মাত্রা ঠিক রাখে বলে হৃদরোগের আশঙ্কাও কম হয়৷
আরও পড়ুন : বেদানা, বিট এবং অ্যালোভেরা ত্রয়ীর সাহায্যে প্রতিরোধ করুন রক্তাল্পতা
ফ্ল্যাক্সসিড এখন স্বাস্থ্য সচেতনদের পছন্দের শীর্ষ তালিকায়৷ একাধিক ভিটামিন এবং খনিজের উপস্থিতির প্রভাবে মহিলাদের ঋতুস্রাব চলাকালীন সমস্যা দূর হয়৷