TRENDING:

Sunscreen : সানস্ক্রিন ব্যবহার করে ডেকে আনছেন এই মহাবিপদ

Last Updated:

উপকারিতার হাত ধরে এসেছে ক্ষতিকর দিক৷ বলা হচ্ছে, সানস্ক্রিনের ক্রমাগত ব্যবহারে শরীরে ভিটামিন ডি-এর অভাবজনিত সমস্যা (deficiency of vitamin D) দেখা দেয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ত্বক বিশেষজ্ঞ, চিকিৎসকদের পরামর্শ মতে সানস্ক্রিন (Sunscreen) ব্যবহার অপরিহার্য৷ ঘর থেকে বাইরে পা রাখার সময় সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সানস্ক্রিন ছাড়া গতি নেই৷ এখন তো ঘরের ভিতরেও সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়৷ যাতে টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ থেকে বার হওয়া রশ্মি থেকে রক্ষাকবচ পাওয়া যায়৷ কিন্তু উপকারিতার হাত ধরে এসেছে ক্ষতিকর দিক৷ বলা হচ্ছে, সানস্ক্রিনের ক্রমাগত ব্যবহারে শরীরে ভিটামিন ডি-এর অভাবজনিত সমস্যা (deficiency of vitamin D) দেখা দেয়৷
advertisement

আরও পড়ুন : বড়দিনে প্লামকেকের স্বাদ কোনও বছর মনের মতো হয় না? আপনার জন্য রইল প্রয়োজনীয় টিপস

ত্বক বিশেষজ্ঞ ডক্টর গুরবীন ওয়ারাইখ তাঁর একটি সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে এই বিষয়ে আলোকপাত করেছেন৷ গুরবীন মনে করেন, সানস্ক্রিনে এসপিএফ থাকলেও সূর্যরশ্মির অতিবেগুনি রশ্মির কিছু অংশ প্রবেশ করে ত্বকেও৷ তিনি লিখেছেন, ‘‘এসপিএফ১৫ রোধ করে ৯৩%,  এসপিএফ৩০ ৯৭%, এসপিএফ৫০ ৯৮% অবধি অতিবেগুনি রশ্মি রোধ করে৷’’

advertisement

আরও পড়ুন : শীতে খুসকি হয় দাড়িতেও, জেনে নিন রেহাইয়ের পথ

অর্থাৎ যতই সানস্ক্রিনের পরশ থাকুক না কেন, অতিবেগুনি রশ্মি কিছুটা হলেও প্রবেশ করে ত্বকে৷ কিন্তু সানস্ক্রিনের উপকারিতার কথাও তুলে ধরেছেন বিশেষজ্ঞ৷

আরও পড়ুন : ত্বকের যত্নে অপরিহার্য এই উপাদান আছে তো আপনার প্রসাধনীতে? কেনার আগে দেখে নিন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

তাঁর মতে, ৫ থেকে ১০ মিনিট সময়ের জন্যও ত্বকে সানস্ক্রিনের ছোঁয়া না থাকলে চরম ক্ষতি হতে পারে৷ ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে শুরু করে ত্বকের ক্যানসার হতে পারে৷ এমনকি, ত্বকে দেখা দিতে পারে অকাল বার্ধক্যের ছাপ৷ শরীরের সকল উন্মোচিত জায়গায় ভাল করে সানস্ক্রিন দেওয়া একান্ত জরুরি ৷ যাতে ত্বকে কোনওভাবেই সূর্যরশ্মির ছোঁয়া না লাগে, খেয়াল রাখতে হবে সেদিকে৷ গুরবীনের কথায়, ভিটামিন ডি-র পরিপূরক আছে৷ ডায়েট হোক বা সাপ্লিমেন্টরি, ভিটামিন ডি পাওয়া যাবে কোনও না কোনও উৎস থেকে৷ কিন্তু সানস্ক্রিনের কোনও বিকল্প নেই৷ তাই সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে বাঁচানোর জন্য এই ক্রিম ব্যবহার করতেই হবে৷ সঙ্গে রাখতে হবে ভিটামিন ডি-এর পর্যাপ্ত উৎস৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sunscreen : সানস্ক্রিন ব্যবহার করে ডেকে আনছেন এই মহাবিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল