TRENDING:

Suleimani Tea: দুধ ও চিনি নৈব নৈব চ, এই চা পরিবেশিত হয় বিরিয়ানির পরে

Last Updated:

ডার্ক সার্কল এবং ছত্রাকজনিত সংক্রমণ নিয়্ন্ত্রণ করতেও চা কার্যকর৷ শুনে বিস্মিত হবেন না৷ সেরকম চা-ও হাজির হতে পারে আপনার জন্য৷ নাম তার সুলেইমানি চা (Suleimani Tea)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রান্তি কাটাতে চা (Tea) জুড়িহীন৷ বর্ষায় চায়ের মাহাত্ম্য এক ও অদ্বিতীয় (Tea in Monsoon)৷ ডার্ক সার্কল এবং ছত্রাকজনিত সংক্রমণ নিয়্ন্ত্রণ করতেও চা কার্যকর৷ শুনে বিস্মিত হবেন না৷ সেরকম চা-ও হাজির হতে পারে আপনার জন্য৷ নাম তার সুলেইমানি চা (Suleimani Tea)৷
advertisement

হালফ্যাশনের চা-পান রীতিতে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে এই ধরনের চা৷ খাদ্য ও পানয় গবেষকদের মত, মধ্যপ্রাচ্যে প্রচলিত এক প্রাচীন পানীয়র সঙ্গে চা মিশিয়ে এই নতুন পানীয় উদ্ভব ঘটে আরবে৷ তার পর আরব বণিকদের মাধ্যমে তা এসে পৌঁছয় দক্ষিণ মালাবারে৷ এর পর তার সঙ্গে মিশে যায় স্থানীয় কিছু পানীয় রীতিও৷

মালাবার উপকূলের কেরলে সুলেইমানি চা পানের রীতি প্রচলিত৷ বিরিয়ানির মতো ভারী খাবারের পর পরিবেশন করা হয় এ চা৷ বলা হয়, এই পানীয় গুরুপাক খাবার হজম করতে সাহায্য করে৷ অনেক ক্ষেত্রে বিয়ের আসরে ভুরিভোজের অন্যতম অঙ্গ হল সুলেইমানি চা৷ কাচের বাহারি গ্লাসে কিছু জাফরান কুচি সহযোগে এই চা পরিবেশন করাই রীতি৷

advertisement

আরও পড়ুন : মধুমেহ, উচ্চরক্তচাপ বা হৃদরোগ, একাধিক সমস্যায় উপকারী রসুন-চা

বাড়িতেও খুব সহজেই তৈরি করে নিতে পারেন সুলেইমানি চা৷ কী করে করবেন? পাত্রে পরিমাণমতো জল ফুটতে দিন৷ এ বার এক এক করে মেশান দারচিনি, এলাচ ও পুদিনাপাতা৷ পাত্রের জল ফুটে অর্ধেক হয়ে গেলে মিশিয়ে নিন পরিমাণ মতো চা পাতা৷ তার পর বন্ধু করে দিন গ্যাসের আঁচ৷ পাত্রের মুখ ঢেকে দিন৷ এ ভাবে রাখুন পাঁচ মিনিট ৷ তার পর ছেঁকে নিন ভাল করে৷ এ বার মিশিয়ে নিন মধু ও লেবুর রস৷ গ্লাসের উপর ভাসিয়ে দিন দু’টো পুদিনাপাতা৷ বিশেষ কাউকে পরিবেশনের আগে দিতে পারেন জাফরানের স্পর্শও৷

advertisement

আরও পড়ুন : কাবাবও নাকি পুষ্টিকর! যদি হয় এই উপাদানে তৈরি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শ্রান্তি দূর করার পাশাপাশি সুলেইমানি চা পরিপাকক্রিয়া উন্নত করে৷ এই পানীয়ের অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে৷ ছত্রাকজনিত বিভিন্ন সংক্রমণও দূর করে৷ মনে রাখবেন এই চায়ে দুধ ও চিনির ব্যবহার কিন্তু নৈব নৈব চ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Suleimani Tea: দুধ ও চিনি নৈব নৈব চ, এই চা পরিবেশিত হয় বিরিয়ানির পরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল