Nadia Tourism: কলকাতা থেকে নামমাত্র দূরত্বে রয়েছে জনপ্রিয় অভয়ারণ্য! ঘুরতে যাওয়ার মনোরম স্পট, ঘোরার খরচও সাধ্যের মধ্যে
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Nadia Tourism: শহুরে ব্যস্ততা আর কোলাহল থেকে কিছুটা স্বস্তি পেতে পরিবার ও বন্ধুদের নিয়ে বহু মানুষ ছুটে আসছেন এই সবুজ অরণ্যের কোলে। বছরের এই সময়ে আবহাওয়া মনোরম থাকায় ভিড় আরও বেড়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
advertisement
1/6

বছরের শেষ লগ্ন ও নতুন বছরের শুরুতে পর্যটকদের ঢল নামছে নদিয়ার অন্যতম জনপ্রিয় প্রকৃতি ও বন্যপ্রাণী কেন্দ্র বেথুয়াডহরি অভয়ারণ্য-এ। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
advertisement
2/6
শহুরে ব্যস্ততা আর কোলাহল থেকে কিছুটা স্বস্তি পেতে পরিবার ও বন্ধুদের নিয়ে বহু মানুষ ছুটে আসছেন এই সবুজ অরণ্যের কোলে। বছরের এই সময়ে আবহাওয়া মনোরম থাকায় বেথুয়াডহরিতে ভিড় আরও বেড়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
advertisement
3/6
বিস্তীর্ণ সবুজে ঘেরা এই অভয়ারণ্য চিতল হরিণের জন্য বিশেষভাবে পরিচিত। এছাড়াও এখানে দেখা মেলে সাধারণ ল্যাঙ্গুর, বেঙ্গল ফক্স, শিয়াল, শজারু ও জঙ্গল বিড়ালের মতো নানা প্রাণীর।
advertisement
4/6
পাখিপ্রেমীদের কাছেও বেথুয়াডহরি এক আকর্ষণীয় স্থান। প্যারাকিট, কোকিল, বারবেট-সহ বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে মুখর থাকে বনাঞ্চল। শাল, সেগুন, মেহগনি, পিয়াল, তমাল, অর্জুন ও নাগকেশর গাছে ভরা এই অরণ্য পর্যটকদের মন কেড়ে নেয় অনায়াসেই।
advertisement
5/6
রেলপথে শিয়ালদহ থেকে লালগোলাগামী ট্রেনে করে পৌঁছে যান বেথুয়াডহরি। এছাড়াও এসপ্ল্যানেড থেকে বাসে করে সরাসরি যাওয়া যায়। আর গাড়িতে হলে এন.এইচ ১২ হয়ে কৃষ্ণনগর হয়ে পৌঁছে যান বেথুয়াডহরি অভয়ারণ্য।
advertisement
6/6
পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার বাদে সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অভয়ারণ্য খোলা থাকে। কম খরচে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ থাকায় মধ্যবিত্ত পরিবার ও তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Nadia Tourism: কলকাতা থেকে নামমাত্র দূরত্বে রয়েছে জনপ্রিয় অভয়ারণ্য! ঘুরতে যাওয়ার মনোরম স্পট, ঘোরার খরচও সাধ্যের মধ্যে