তাঁদের মধ্যে রয়েছেন ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন, বিজ্ঞানী, চিকিৎসক, প্রশাসনিক আধিকারিক সহ নানা গুরুত্বপূর্ণ পদে কর্মরত ব্যক্তিত্বরা। শিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধের সমন্বয়ে আদ্রা রেলওয়ে গার্লস হাইস্কুল আজও গর্বের সঙ্গে তার ঐতিহ্য বহন করে চলেছে। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ইন্ডিয়া আর্মির ক্যাপ্টেন মৌপিয়া চক্রবর্তী, বিজ্ঞানী ডা. স্বাতী চৌধুরী এবং এমবিবিএস ডা: হার্সিতা বাঘেল তাঁদের অনুভূতি প্রকাশ করে বলেন, “আমাদের স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
advertisement
আরও পড়ুন: পৌষমেলা শুরুর দিনেই বড় ধাক্কা বিশ্বভারতীর! আদালতে জুটল তিরস্কার, জরিমানা! জেলা প্রশাসনকেও ভর্ৎসনা
তাঁদের নিরলস পরিশ্রম, দিকনির্দেশনা ও অনুপ্রেরণার ফলেই আজ আমরা জীবনের এই গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে পেরেছি।” অন্যদিকে বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রাজেশ কুমার বলেন, “আদ্রা সাউথ ইস্টার্ন রেলওয়ে গার্লস হাইস্কুলের প্রতিটি ছাত্রীই প্রতিভাবান। এই স্কুল থেকে পড়াশোনা করে বহু ছাত্রী আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও বলেন, বর্তমানে যারা পড়ছে, তাদেরও কীভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায়, সেই লক্ষ্যেই আমরা শিক্ষাব্যবস্থার মাধ্যমে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি।” এক শতাব্দীর এই গৌরবময় পথচলায় আদ্রা সাউথ ইস্টার্ন রেলওয়ে গার্লস হাইস্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং সমাজ গঠনের এক নির্ভরযোগ্য আলোকবর্তিকা।





