TRENDING:

Weight Loss: অনুপ্রেরণা ‘ওয়ান্টেড’-এর সলমন খান, ১২৬ কেজি থেকে ৪৮ কেজি কমিয়ে সাব ইন্সপেক্টরের দেহে এখন সিক্স প্যাকের ঢেউ!

Last Updated:

Weight loss journey of Subham Ghosh : এই পুলিশ সাবইন্সপেক্টর শুধু নিজের ৪৮ কেজি ওজনই কমাননি, পাশাপাশি তৈরি করেছেন সিক্স প্যাক অ্যাবস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সময় এগোয়৷ কিন্তু মোটাদের চেহারা নিয়ে বডিশেমিং বন্ধ হয় না৷ চেহারা নিয়ে কটূক্তি বা তির্যক মন্তব্য শুনতে হয়নি, এমন স্থূলকায় বা স্থূলকায়া বিরল৷ কিন্তু সেই তির্যক মন্তব্যকেই পাথেয় করে জীনকে মসৃণ করেও তুলতে পারেন মুষ্টিমেয় কেউ৷ যেমন পেরেছেন শুভম ঘোষ (Sub Inspector Subham Ghosh)৷ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এই পুলিশ সাবইন্সপেক্টর শুধু নিজের ৪৮ কেজি ওজনই কমাননি, পাশাপাশি তৈরি করেছেন সিক্স প্যাক অ্যাবস৷(weight loss journey of Subham Ghosh)
advertisement

৩১ বছর বয়সি শুভমের উচ্চতা ৬ ফিট ৩ ইঞ্চি৷ সর্বোচ্চ ওজন হয়েছিল ১২৬ কেজি৷ ২ বছরে ৪৮ কেজি ওজন ঝরিয়ে তিনি ৭২ কেজি হন৷ শুভম জানিয়েছেন, তিনি খেতে ভালবাসেন৷ সেটাই তাঁর ওজন বৃদ্ধির মূল কারণ হয়ে দঁড়িয়েছিল৷ ২০১৩ সালে যখন তিনি কলেজে ভর্তি হন, তখন তাঁর ওজন ছিল ১২০ কেজি৷

advertisement

তবে বাড়তি ওজন তাঁর সক্রিয়তার পথে বাধা হয়ে দাঁড়ায়নি৷ বরং, কলেজে সবরকম স্পোর্টসে অংশ নিতেন তিনি৷ কি্তু তার জন্য তির্যক মন্তব্য তাঁর পিছু ছাড়েনি৷ বন্ধুদের উপহাসের পাত্র ছিলেন তিনি৷ কলেজে পড়ার সময় শুভম সলমন খানের ‘ওয়ান্টেড’ দেখতে গিয়েছিলেন৷ ছবিতে পুলিশের উর্দিতে সলমনকে দেখে মুগ্ধ হয়ে যান শুভম৷

আরও পড়ুন : যিশুর গাড়িতে শোলাঙ্কির ক্লাচার ফেলে আসা বা অন্য কিছু...আপনার থেকে প্রিয়তমর মন অন্য কোথাও সরবে না

advertisement

মুগ্ধতা থেকে তিনি সলমনের অনুরাগী হয়ে ওঠেন৷ পর দিন থেকে রাতারাতি পাল্টে গেল তাঁর জীবন৷ ভোর ৫ টায় উঠতে লাগলেন ঘুম থেকে৷ লেবুর রস মেশানো জল পান করে ছুটতে লাগলেন কলেজে মাঠে৷ এর পর কলেজশেষে রাতে শুরু হল জিমন্যাসিয়ামে প্রশিক্ষণ৷

অধ্যবসায় ও পরিশ্রমের ফল মিলল৷ ধীরে ধীরে ওজন কমতে শুরু করল৷ ২০১৫ সালে শুভমের ওজন পৌঁছয় ৮৪ কেজিতে৷ ফিটনেস এমন হয়েছিল, তিনি এক বারে ১০০ ডনবৈঠক দিতে পারতেন৷

advertisement

আরও পড়ুন : প্রখ্যাত সুরকার অনিল বিশ্বাসের নাতনির স্মৃতিচারণায় কিংবদন্তি লতার জীবনের বর্ণময় তথ্য

এ বার শুভম পাখির চোখ করলেন সিক্স প্যাক অ্যাব-কে৷ তার জন্য পরিশ্রম শুরু করতেই ওজন কমে গেল দ্রুত হারে৷ যন্ত্রের পরিমাপ বলল, তাঁর নিম্নতম ওজন পৌঁছেছিল ৭২ কেজিতে৷ তবে এখন সিক্স প্যাক অ্যাব-সহ তাঁর ওজন ৮২ কেজি৷ পিছনে ফিরে যখন দেখেন, তখন তৃপ্তিতে ভরে যায় মন৷ কলেজের সেই গোলগাল ছেলেটা আজ ফিটনেসে ভরপুর সাব ইন্সপেক্টর৷ সময়ের সঙ্গে সঙ্গে ডায়েট পরিবর্তন করেছেন তিনি৷

advertisement

আরও পড়ুন : আম, জাফরান সুবাসিত গাজরের হালুয়া এবং আশা ভোঁসলের তৈরি শাম্মি কাবাব ছিল সুরসম্রাজ্ঞীর পছন্দের শীর্ষে

তবে ওজন হ্রাসের প্রথম ধাপে তাঁর ডায়েট ছিল সাধারণ-

# সকালে গরম জল খেয়ে দিন শুরু

# ভোরে প্রাতরাশে ৩ স্লাইস ব্রাউন ব্রেড, ৪ টে ডিমের সাদা অংশ

# দুপুর ১২ টায় দুপুরের খাবারে এক বাটি ব্রাউন রাইস, এ কাপ সিদ্ধ সব্জি, ২৫০ গ্রাম চিকেন অলিভ অয়েলে রান্না করা

# ওয়ার্ক আউটের পর স্ন্যাক্স হিসেবে খেতেন প্রোটিন সমৃদ্ধ খাবার

# সন্ধ্যা ৭ টায় রাতের খাবারে ২ টো রুটি এবং সঙ্গে ১৫০ গ্রাম চিকেন বা মাছ বা সয়াবিন বা পনির

এখন অবশ্য ডায়েট পাল্টে গিয়েছে সম্পূর্ণ৷ রোজ প্রায় ২০০০ ক্যালরি দরকার হয় তাঁর৷

# সকালে খান ৫ টি ডিমের সাদা অংশ, ১০০ গ্রাম ব্রকোলি বা স্প্রাউটস, ১ কাপ গ্রিন টি৷

# দুপুরে থাকে ২০০ গ্রাম মাছ ও সব্জির স্যালাড, ২ টো রুটি বা ১০০ গ্রাম ভাত৷

# এর পর ১৫ গ্রাম ইসবগুলের সঙ্গে খান প্রোটিন৷ সন্ধ্যা ৬ টায় ৫ টা ডিমের সাদা অংশ, সঙ্গে গ্রিন টি৷

# ওয়ার্কআউটের পরে ১ চামচ প্রোটিন

# ডিনারে খান ২০০ গ্রাম চিকেন বা মাছ, গ্রিন স্যালাড ও স্প্রাউটস

# রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস জলে ১ চামচ মধু ও ১৫ গ্রাম ইসবগুল মিশিয়ে পান করা তাঁর চাই-ই চাই৷

শরীরচর্চার বিষয়েও তিনি অত্যন্ত সচেতন৷ সাপ্তাহিক রুটিনে ভাগ করা আছে তাঁর শারীরিক অনুশীলন৷

# সোমবার- চেস্ট, ব্যাক এবং অ্যাবস

# মঙ্গলবার- শোল্ড ও বাইসেপ্স, ট্রাইসেপ্স ও ফোরআর্ম

# বুধবার- লেগস ও অ্যাবস

# বৃহস্পতিবার- চেস্ট ব্যাক ও অ্যাবস

# শুক্রবার- শোল্ডার, বাইসেপ্স, ট্রাইসেপ্স ও ফোরআর্ম

# শনিবার-লেগস ও কার্ডিয়ো

এর সঙ্গে রোজ শুভম ৫-৬ কিমি স্লো রানিং করেন৷ এর পর ১০ মিনিট রোপ জাম্প, ২০ মিনিট স্টেপ আপস-সহ একাধিক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ চলে৷ এগুলো কোনও কারণে করা না গেলে জিমে গিয়ে ৫০০ থেকে ৭০০ ক্যালরি বর্জন করেন৷ সঙ্গে থাকে ওয়েট লিফ্টিং-ও৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য শুভমের পরামর্শ, মনের জোরই আসল৷ এক বার যদি মন থেকে ঠিক করা যায় যে আমি ওজন কমাব, তাহলে কেউ আটকাতে পারবে না৷ মনে করেন শুভম৷ পাশাপাশি গুরুত্ব দিতে হবে ডায়েট এবং শরীরচর্চার দিকেও৷ এক্ষেত্রে শুভম একমাত্র ভরসা জায়গা মনে করেন পেশাদার ট্রেনারকেই৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss: অনুপ্রেরণা ‘ওয়ান্টেড’-এর সলমন খান, ১২৬ কেজি থেকে ৪৮ কেজি কমিয়ে সাব ইন্সপেক্টরের দেহে এখন সিক্স প্যাকের ঢেউ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল