Make your partner miss you: যিশুর গাড়িতে শোলাঙ্কির ক্লাচার ফেলে আসা বা অন্য কিছু...আপনার থেকে প্রিয়তমর মন অন্য কোথাও সরবে না

Last Updated:

যদি ইচ্ছে হয়, আপনার অনুপস্থিতি প্রিয়জনের হৃদয়ে অনুরণিত হোক, তাহলে কিছু টিপস অনুসরণ করতেই পারেন (Make your partner miss you)

ভালবাসার মানুষের চিন্তাভাবনার কেন্দ্রে থাকতে কার না ভাল লাগে! কারওর সঙ্গে প্রেমের সম্পর্কে থাকলে মনে হয় তিনি যেন সব সময় আপনার চিন্তাতেই বিভোর থাকুন৷ কাছে না থাকলে মিস করুন৷ আপনার অভাববোধ যেন তাঁকে কষ্ট দেয়৷ যদি ইচ্ছে হয়, আপনার অনুপস্থিতি প্রিয়জনের হৃদয়ে অনুরণিত হোক, তাহলে কিছু টিপস অনুসরণ করতেই পারেন (Make your partner miss you)-
রহস্যময়ী হয়ে উঠুন-
নিজের সম্পর্কে সব খুঁটিনাটি দিয়ে দেবেন না৷ বরং, শেয়ার করুন ধীরে ধীরে৷ অর্থাৎ নিজের ভাল লাগা, মন্দ লাগা প্রকাশ করুন সময় নিয়ে৷ আপনাকে ঘিরে থাকা রহস্যময় বৃত্ত প্রিয়তমকে আরও বেশি অনুসন্ধিৎসু করে তুলবে৷
advertisement
advertisement
কোনও বাধা না থাকলে সামাজিক মাধ্যমে প্রকাশ করুন প্রেমের অনুভূতি৷ জানান, প্রিয়তমর সঙ্গে সময় কাটাতে আপনার কতটা ভাল লাগে৷ আপনার অনুপস্থিতিতে সামাজিক মাধ্যমের স্মৃতির কোলাজ তাঁকে ছুঁয়ে যাবে৷
‘না’ বলুন-
সব সময় প্রেমিকের প্রস্তাবে হ্যাঁ বলবেন না৷ মাঝে মাঝে ‘না’ বলতেও শিখুন৷ তাহলে আপনার ব্যস্ততা ও কাজকেও তিনি সম্মান করবেন৷ আপনার অনুপস্থিতিতে গুরুত্ব দেবেন৷
advertisement
বয়ফ্রেন্ডের কাছে নয় রয়েই গেল আপনার কানের একপাটি দুল অথবা সুগন্ধি দেওয়া রুমাল৷ হয়তো ভুলেই ফেলে এলেন তাঁর গাড়িতে বা বাড়িতে৷ এতে তাঁর সময়যাপনে ‘আপনি’ জড়িয়ে থাকবেন আরও বেশি করে৷ ‘বাবা বেবি ও’ ছবিতে যেমন যিশু বুঁদ হয়ে ছিলেন শোলাঙ্কির ফেলে যাওয়া ক্লাচার নিয়ে৷
advertisement
যখনই প্রেমিকের সঙ্গে দেখা করবেন আকর্ষণীয় পোশাক পরুন৷ সঙ্গী হোক মনকাড়া সুগন্ধি৷ এমন সুগন্ধি, যেন তার রেশ মনে ছড়িয়ে থাকে দীর্ঘ ক্ষণ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Make your partner miss you: যিশুর গাড়িতে শোলাঙ্কির ক্লাচার ফেলে আসা বা অন্য কিছু...আপনার থেকে প্রিয়তমর মন অন্য কোথাও সরবে না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement