Raw milk in skincare: দাগহীন মুখের জন্য কসমেটিক্স কিনে কিনে ক্লান্ত? মনেই পড়ে না কাঁচা দুধের কথা?

Last Updated:

আমরা মনেই রাখি না ত্বকের সমস্যা দূর করতে কাঁচা দুধ তুলনাহীন৷(Usefulness of raw milk to have flawless skin)

দুধের মতো মধুরও একই গুণ আছে। অর্থাৎ মধুও ত্বক পরিষ্কার করে এবং মৃত কোষ সরিয়ে ত্বক উজ্জ্বল করে। এর বাইরেও মধুর আরেকটি গুণ হল এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে। এর পর আসে লেবু। ডার্ক স্পট, পিগমেনটেশন, ট্যানিং সব দূর করতে পারে লেবুর রস। এছাড়াও লেবুর রস ত্বকে ছত্রাক সংক্রমণ রোধ করতে পারে। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের ত্বকে খুব ভালো কাজে দেয় লেবুর রস। কারণ লেবুর রসে অ্যাসট্রিনজেন্ট উপাদান আছে অর্থাৎ এটি অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে।
দুধের মতো মধুরও একই গুণ আছে। অর্থাৎ মধুও ত্বক পরিষ্কার করে এবং মৃত কোষ সরিয়ে ত্বক উজ্জ্বল করে। এর বাইরেও মধুর আরেকটি গুণ হল এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে। এর পর আসে লেবু। ডার্ক স্পট, পিগমেনটেশন, ট্যানিং সব দূর করতে পারে লেবুর রস। এছাড়াও লেবুর রস ত্বকে ছত্রাক সংক্রমণ রোধ করতে পারে। যাঁদের ত্বক তৈলাক্ত তাঁদের ত্বকে খুব ভালো কাজে দেয় লেবুর রস। কারণ লেবুর রসে অ্যাসট্রিনজেন্ট উপাদান আছে অর্থাৎ এটি অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে।
দাগছোপহীন মসৃণ মুখের জন্য আমাদের প্রসাধনী কেনার অন্ত নেই৷ কিন্তু হাতের কাছে সহজেই পাওয়া যায়, এমন উপকরণ ছেড়ে দিয়ে আমরা দূরের দিকে ছুটে বেড়াই৷ আমরা মনেই রাখি না ত্বকের সমস্যা দূর করতে কাঁচা দুধ তুলনাহীন৷(Usefulness of raw milk to have flawless skin)
নানা অ্যান্টিঅক্সিড্যান্ট, আলফা হাইড্রক্সি অ্যাসিড, ভিটামিন বি-তে সমৃদ্ধ কাঁচা দুধ আমাদের ত্বককে আর্দ্র রাখে৷ ভিতর থেকে পুষ্টির যোগান দিয়ে ত্বক ঝলমলে রাখে৷
advertisement
পরিষ্কার তুলোর বলে দুধ লাগিয়ে মুখে আলতো করে মালিশ করুন৷ এর পর অপেক্ষা করুন ১৫ থেকে ২০ মিনিট অবধি৷ তার পর দুধের ফেসপ্যাক শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা জলে ধুয়ে নিন৷ যখন ফেসপ্যাক শুকোবে, তখন হাসবেন না বা বেশি কথা বলবেন না৷ তাহলে কিন্তু মুখে সূক্ষ্ম দাগ তৈরি হতে পারে৷
advertisement
আরও পড়ুন : প্রেমের স্মারক চকোলেটের স্বাস্থ্যগুণও অঢেল, জেনে নিন এর উপকারিতা
কাঁচা দুধের ভিটামিন এ এবং বি অ্যান্টি এজিং উপাদান হিসেবে কাজ করে৷ মুখে কাঁচা দুধের প্যাক লাগালে ত্বক থেকে সবরকম দাগছোপ তুলে দেয়৷ পাশাপাশি রোদে পোড়া দাগ মুছতেও কাঁচা দুধ উপকারী৷ দুধের অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান ত্বক মসৃণ করে তোলে৷ স্পর্শকাতর ত্বকের যত্নের জন্যও কাঁচা দুধ খুবই ভাল উপকরণ৷ এটি ত্বককে নরম করে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Raw milk in skincare: দাগহীন মুখের জন্য কসমেটিক্স কিনে কিনে ক্লান্ত? মনেই পড়ে না কাঁচা দুধের কথা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement