TRENDING:

Style tips for curvy women : এভাবে সাজুন, ভারী চেহারাতেও হয়ে উঠবেন আকর্ষণীয়া

Last Updated:

কিছু নিয়ম মেনে চললে স্থুলাঙ্গীও হয়ে উঠতে পারবেন আকর্ষণীয়া (Style tips for curvy women )

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এক জনের ফিগার অনুযায়ীই সাজপোশাক করা উচিত-এ কথা বলেন সকল স্টাইলিস্টই৷ কিন্তু পোশাক নির্বাচন করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয় স্থুলকায়াদের৷ বেশি চাপা পোশাক পরলে বেমানান দৃষ্টিকটু লাগে৷ আবার অন্যদিকে ঢোলা পোশাকে বেশি মোটা মনে হয়৷ তবে কিছু নিয়ম মেনে চললে স্থুলাঙ্গীও হয়ে উঠতে পারবেন আকর্ষণীয়া (Style tips for curvy women )৷ সব সময় মনে রাখবেন সেটাই পরবেন যেটা আপনি ক্যারি করতে পারবেন (Style tips for curvy women to look ravishing)৷
advertisement

সঠিক অন্তর্বাস

শুধু স্থুলাঙ্গীদের জন্যই নয়৷ সঠিক মাপের অন্তর্বাস পরতে হবে প্রত্যেক মহিলাকেই৷ নয়তো পোশাকের সৌন্দর্য মাঠে মারা যাবে৷ উপযুক্ত মাপের নামী ব্র্যান্ডের অন্তর্বাস পরুন৷ এতে আপনার শরীরী ভাষা ও আত্মবিশ্বাস-দুই-ই সপ্রতিভ থাকবে৷ পছন্দের পোশাকও হবে ফিগারের সঙ্গে মানানসই৷

বেশি ঢিলেঢালা নয়

আপনি হয়তো একটা ব্যাগি টিশার্ট পরলেন৷ এতে আপনার বাড়তি মেদ আড়ালে চলে গেল ঠিকই৷ কিন্তু মনে রাখবেন একই সঙ্গে আপনাকে দেখতে লাগবে বেঢপ বস্তার মতো৷ তাই পোশাক নির্বাচনের সময় আপনার মাপের তুলনায় অনেক বেশি গুরুত্ব দিন আপনার শরীরের আকারের উপর৷ যদি আপনি গোলাকৃতি হন, মনে রাখবেন সেটাই একটা আকার৷ এমন পোশাক বাছুন, যেটা আপনার মানানসই এবং যেটা আপনার ফিগারকে অন্য মাত্রা দেবে৷ বেশি সাইজের পোশাকে চেহারা ঢাকবেন না৷ বরং আকার ও আকৃতির সঙ্গে মানানসই পোশাক পরুন৷

advertisement

আরও পড়ুন : রোগা হওয়ার রেজোলিউশন ব্যর্থ হল এ বছরও? এই ভুলগুলি করেই যাচ্ছেন না তো?

পোশাকের ফ্যাব্রিক গুরুত্বপূর্ণ

সাম্প্রতিক ট্রেন্ডে গা ভাসিয়ে পলিয়েস্টার বা লাইক্রা ট্যাঙ্ক টপ পরে ফেলবেন না৷ তার থেকে আপনি বেছে নিন সুতির পোশাক৷ যেটা স্ট্রেচেবল এবং আপনার ফিগারের সঙ্গে মানানসই৷ কাপড়ের ধরন এবং কম্পোজিশন বুঝে তবেই কিনুন৷ শপিং অনলাইনে হোক বা অফলাইনে, পোশাকের কাপড়ের ধরন আপনাকে বুঝতে হবে৷

advertisement

আরও পড়ুন : শুধু দিলেই হবে না, প্রিয়জনকে উপহার দেওয়ার সময় মেনে চলুন নির্দিষ্ট সহবতও

ভিন্টেজের প্রতি ভালবাসা

সব সময় যুগের হাওয়ায় গা ভাসানো নয়৷ মাঝে মাঝে বিপরীত স্রোতে সাঁতার কেটে ফিরে যান ভিন্টেজের কাছে৷ ভিন্টেজ পোশাক এবং অ্যাকসেসরিজ যে কোনও স্থূলাঙ্গীকে সাজগোজের ক্ষেত্রে বাহবা কুড়োতে সাহায্য করবে৷ ভিন্টেজ সিল্যুয়েট বা এম্পায়ার লাইন ক্লোদস তাঁদের ক্ষেত্রে খুবই উপযোগী৷

advertisement

আরও পড়ুন : শুধু দিলেই হবে না, প্রিয়জনকে উপহার দেওয়ার সময় মেনে চলুন নির্দিষ্ট সহবতও

জুতোয় নজর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পোশাকের যোগ্য সঙ্গত দেয় জুতো৷ পোশাকের সঙ্গে জুতো মানানসই না হলেই সাজ পুরো মাটি৷ বিশেষ পরীক্ষা নিরীক্ষা করতে না চাইলে প্রিন্টেড পোশাকের সঙ্গে একরঙা এবং এক রঙের পোশাকের সঙ্গে পরুন প্রিন্টেড জুতো৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Style tips for curvy women : এভাবে সাজুন, ভারী চেহারাতেও হয়ে উঠবেন আকর্ষণীয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল