হেইলি বিবার, ভ্যালেন্টিনা সাম্পাইও, পালোমা এলসেসার এবং অ্যাডুত আকেচের পাশাপাশি সোফিয়া ভিক্টোরিয়াজ সিক্রেটের নতুন প্রচারাভিযান লাভ ক্লাউড কালেকশনের (Love Cloud Collection) অংশ হয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় সুখবরটি ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন- বিশ্বজুড়ে পালিত সামাজিক ন্যায়বিচার দিবস! জানুন এর ইতিহাস ও তাৎপর্য
নিজের মাতৃভাষায় ওই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “একদিন আমি এই স্বপ্নই দেখেছিলাম, আমি কাজ করে গিয়েছি এবং আজ স্বপ্ন সত্যি হয়েছে৷ আমি শেষমেশ নিজের সবচেয়ে বড় রহস্য সবার সামনে বলতে পারি, আমি ডাউন সিনড্রোম (First Model with Downs Syndrome) আক্রান্ত প্রথম ভিক্টোরিয়াজ সিক্রেট মডেল (first Victoria’s Secret model with Down syndrome)! আমার কাজে সবসময় আমাকে সমর্থন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমাকে #NoLimits মডেল হিসাবে তুলে ধরার জন্য এবং আমাকে লাভ ক্লাউড কালেকশনের প্রচারের অংশ করার জন্য ভিক্টোরিয়াজ সিক্রেটকে ধন্যবাদ। এই তো সবে শুরু, এর কোনও সীমা নেই।”
পোস্টটি ৭২ হাজারেরও মানুষ লাইক করেছেন এবং ২ হাজারের বেশি মন্তব্যও জমা হয়েছে এই পোস্টে। ভিক্টোরিয়াজ সিক্রেটের কর্মকর্তারাও সোফিয়ার পোস্টে মন্তব্য করেছেন, “আমাদের #VSFamily-এর অংশ হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!”
আরও পড়ুন- গাড়িতে উঠলেই গা গোলানো, বমি ভাব? মোশন সিকনেসকে নিয়ন্ত্রণে রাখুন এই উপায়ে
সোফিয়া ২০২০ সালে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে (New York Fashion Week in 2020) অংশগ্রহণকারী মডেলের মধ্যে ছিলেন অন্যতম। নিউইয়র্ক ফ্যাশন উইকে ডিজাইনার মারিসা সান্তিয়াগোর হয়ে র্যাম্প ওয়াক ছিল সোফিয়ার (First Model with Downs Syndrome) এই শোয়ে আত্মপ্রকাশ।
সোফিয়া যে লাভ ক্লাউড কালেকশনের (Love Cloud Collection) অংশ সেটি এই ব্র্যান্ডের প্রথম এই ধরনের প্রচার। সোফিয়া সহ ১৮ জন মহিলা এই কালেকশনের মডেল হয়েছেন। ব্র্যান্ডটি প্রিয়াঙ্কা চোপড়া, মেগান রাপিনো, ভ্যালেন্টিনা সাম্পাইও সহ সাতজন নতুন মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের সই করিয়েছে।