সানস্ক্রিন বাদ
আমরা অনেকেই ভাবি সানস্ক্রিন শুধু গরমে দরকার৷ এটা সম্পূর্ণ ভুল ধারণা৷ শীতেও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে৷ রোদের প্রভাবে ত্বকে বার্ধক্যের ছাপ দ্রুত পড়ে৷ তাই এসপিএফ ৩০ সমেত সানস্ক্রিন রাখুন রূপটানে৷
ডিহাইড্রেশন
শীতে আমাদের জলপানের প্রবণতা কমে যায়৷ তার জেরে শরীরে জলশূন্যতা বা ডিহাইড্রেশন দেখা দেয়৷ জল কম পান করলে তার প্রভাব পড়ে ত্বকের সৌন্দর্যে৷
advertisement
গরম জলে স্নান
শীতে আমরা গরম জলে স্নান করতে ভালবাসি৷ ঠান্ডা জলের তুলনায় গরম জলের ব্যবহার বেশি হয় শীতে৷ তার ফলে ত্বক শুষ্ক হয়ে ওঠে৷
আরও পড়ুন : ননস্টিক, কাচ, স্টিল নাকি পাথরের বাসন? কোনটা ব্যবহার করা সবথেকে ভাল? জানলে চমকে উঠবেন
এক্সফোলিয়েশন
যে কোনও ত্বকের যত্নে এক্সফোলিয়েশন খুবই দরকারি৷ স্ক্রাবিং করে ত্বক এক্সফোলিয়েট করলে মরা কোষ ঝরে যায়৷ শীতে সব সময় মাইল্ড এক্সফোলিয়েটর ব্যবহার করুন৷ এর পর ত্বকে ময়শ্চারাইজার দিতে ভুলবেন না৷