TRENDING:

Skin Cancer: দেশে তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্কিন ক্যানসার! চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে!

Last Updated:

এতে ত্বকের ক্যানসার, রোদে পোড়া ও চোখে ছানি পড়ার মতো নানা মারাত্মক ক্ষতির সম্ভাবনা তৈরি হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সূর্যের অতিরিক্ত দাপটে ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে পরিবেশে অবিশ্বাস্য পরিবর্তন দেখা গিয়েছে। ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রায় নাজেহাল দেশবাসী। এরই মধ্যে পরিবেশবিদরা শোনাচ্ছেন ত্বকের ক্যানসারের আশঙ্কার কথা। বিশেষ করে কর্নাটকে ক্রমবর্ধমান ইউভি ইন্ডেক্স মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরিবেশ বিজ্ঞানীদের কাছে। সব মিলিয়ে বেঙ্গালুরু সহ কর্নাটকের ৩১টি জেলার মধ্যে ২৭টিতেই ইউভি ইনডেক্স রিডিংয়ে মাত্রা ছাড়িয়েছে ‘১২’। ইউভি ইনডেক্স রিডিং অনুযায়ী এটি ‘চরম’ সীমা অতিক্রম করেছে। ধারওয়াড়, কোলার, কোপ্পাল এবং রাইচুরে এই পরিমাপ ১৩ এবং ইয়াদাগিরিতে ১২.৫। রামনগর ও তার পাশ্ববর্তী অঞ্চলে এখনও ইউভি ইনডেক্স ১১ রয়েছে, তবে বিজ্ঞানীরা জানাচ্ছেন আবহাওয়া এমনটা থাকলে আর কয়েকদিনের মধ্যেই তা ১২-র মাত্রা ছাড়িয়ে যাবে।
Skin Cancer
Skin Cancer
advertisement

এইচসিজি ক্যানসার রিসার্চ সেন্টার এবং হাসপাতালের ডিন ডা. ইউএস বিশাল রাও জানিয়েছেন, “আমাদের দেশে ইউভি ইনডেক্স নিয়ে সেভাবে আলোচনা হয় না। কেন না ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে স্কিন ক্যানসারের সম্ভাবনা সাধারণত এতদিন বিরল ছিল। কিন্তু এখন হাই ইউভি এক্সপোজারের কারণে এই ধরনের কেস দ্রুত বাড়বে বলেই মনে হচ্ছে’।

তিনি আরও জানিয়েছেন যে, ক্রমাগত ইউভি এক্সপোজারের বৃদ্ধি আমাদের শরীরের মারাত্মক ক্ষতি করবে। বর্তমানে পরিবেশের উষ্ণায়নের সঙ্গে, গাছপালার হ্রাস, নদী ও জলাশয়ের পরিমাণ হ্রাস, তাপমাত্রা বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ইউভি ইনডেক্সের অধ্যয়নের প্রয়োজনীতা দেখা দিচ্ছে। এই তালিকায় ক্রমশ ভারতও জায়গা করে নেবে। এতে ত্বকের ক্যানসার, রোদে পোড়া ও চোখে ছানি পড়ার মতো নানামারাত্মক ক্ষতির সম্ভাবনা তৈরি হবে।

advertisement

আরও পড়ুন : হাঁপানিতে খুব কষ্ট পান? এই খাবারগুলো খেলে নিজেই নিজের সর্বনাশ করবেন

শঙ্কর হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান ডা. নারায়ণ সুব্রহ্মণ্যম জানিয়েছেন, এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে ত্বকের ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। সে ক্ষেত্রে ভারতীয়দের ত্বকে উপস্থিত উচ্চ মাত্রার মেলানিন সূর্যের এই অতিবেগুনি রশ্মিকে পরাস্ত করতে সক্ষম। কিন্তু ধীরে ধীরে তাপমাত্রার অধিক বৃদ্ধির কারণে ঝুঁকি বাড়ছে।

advertisement

আরও পড়ুন : শরীরচর্চার সময় নেই ? ঘর গৃহস্থালির কাজেই কমবে আপনার ওজন, ঝরবে মেদ

আরও পড়ুন : যৌনতাই প্রেম? শুধুমাত্র রতিসুখের তৃপ্তিতেই কি সম্পর্ক টিকে থাকে? জানুন দীর্ঘ সুসম্পর্কের রহস্য

এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ২০০২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ইউভি ইনডেক্সটি তৈরি করে। এর দ্বারা সূর্যের ক্ষতিকর রশ্মির পরিমাপ বোঝা যায়। ইউভি ইনডেক্স অনুযায়ী ১ বা ২ স্কোর নিম্নহার, ৩ থেকে ৫ মাঝারি, ৬ বা ৭ বেশি, ৮ থেকে ১০ উচ্চ হার, ১১ এবং তার উপরের স্কোর চরমসীমা বোঝায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

সর্বশেষ আইসিএমআর ২০২১ সালের সমীক্ষা অনুসারে, ননমেলানোমা স্কিন ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে। এখন ধীরে ধীরে তা সারা ভারতেই ছড়িয়ে পড়ছে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Skin Cancer: দেশে তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে স্কিন ক্যানসার! চিন্তার ভাঁজ বিজ্ঞানীদের কপালে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল