Relation Tips: যৌনতাই প্রেম? শুধুমাত্র রতিসুখের তৃপ্তিতেই কি সম্পর্ক টিকে থাকে? জানুন দীর্ঘ সুসম্পর্কের রহস্য

Last Updated:
Relation Tips: সম্পর্ক নষ্ট হতে বসার সময় কিছু হলেও ইঙ্গিত পাঠায়৷ আমরা অনেক সময় সেই ইঙ্গিত বুঝে ুঠতে পারি না৷ তাই ধ্বংসের মুখে দাঁড়িয়ে ইঙ্গিত বোঝার চেষ্টা করুন৷ যাতে খাদের কিনারা থেকেও ফিরে আসা যায়৷
1/8
সম্পর্ক শুরু করা সহজ৷ কিন্তু চালিয়ে নিয়ে যাওয়া কঠিন৷ অনেক সময়েই ‘চিরকালীন’ তকমার পরিবর্তে কয়েক দিনের মধ্যেই সম্পর্ক মুখ থুবড়ে পড়ে৷ নিজেদের অজান্তেই আমরা নষ্ট করে ফেলি সম্পর্ক৷
সম্পর্ক শুরু করা সহজ৷ কিন্তু চালিয়ে নিয়ে যাওয়া কঠিন৷ অনেক সময়েই ‘চিরকালীন’ তকমার পরিবর্তে কয়েক দিনের মধ্যেই সম্পর্ক মুখ থুবড়ে পড়ে৷ নিজেদের অজান্তেই আমরা নষ্ট করে ফেলি সম্পর্ক৷
advertisement
2/8
সম্পর্ক নষ্ট হতে বসার সময় কিছু হলেও ইঙ্গিত পাঠায়৷ আমরা অনেক সময় সেই ইঙ্গিত বুঝে ুঠতে পারি না৷ তাই ধ্বংসের মুখে দাঁড়িয়ে ইঙ্গিত বোঝার চেষ্টা করুন৷ যাতে খাদের কিনারা থেকেও ফিরে আসা যায়৷
সম্পর্ক নষ্ট হতে বসার সময় কিছু হলেও ইঙ্গিত পাঠায়৷ আমরা অনেক সময় সেই ইঙ্গিত বুঝে ুঠতে পারি না৷ তাই ধ্বংসের মুখে দাঁড়িয়ে ইঙ্গিত বোঝার চেষ্টা করুন৷ যাতে খাদের কিনারা থেকেও ফিরে আসা যায়৷
advertisement
3/8
আপনি কি সম্পর্কে অনেক কিছু দিয়ে ফেলেন? তাহলে আগে থেকেই সতর্ক হন৷ সব কিছুতে এগিয়ে গিয়ে অতিরিক্ত আত্মনিবেদনের ফলে এক সময় নিজেকেই ব্যর্থ মনে হয়৷
আপনি কি সম্পর্কে অনেক কিছু দিয়ে ফেলেন? তাহলে আগে থেকেই সতর্ক হন৷ সব কিছুতে এগিয়ে গিয়ে অতিরিক্ত আত্মনিবেদনের ফলে এক সময় নিজেকেই ব্যর্থ মনে হয়৷
advertisement
4/8
সম্পর্কে থাকতে গিয়ে নিজে যেন ‘টেকন ফর গ্রান্টেড’ না হয়ে যান, সেদিকে খেয়াল রাখুন৷ এতে দমবন্ধ পরিবেশ থেকে মুক্ত হওয়া য়ায়৷
সম্পর্কে থাকতে গিয়ে নিজে যেন ‘টেকন ফর গ্রান্টেড’ না হয়ে যান, সেদিকে খেয়াল রাখুন৷ এতে দমবন্ধ পরিবেশ থেকে মুক্ত হওয়া য়ায়৷
advertisement
5/8
যৌন সম্পর্ক যে কোনও সম্পর্কের মাপকাঠি এটা ঠিকই৷ কিন্তু শুধুমাত্র সফল যৌনতা সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারে না৷ কারণ সম্পর্কের বন্ধন শুধুমাত্র যৌনতায় দৃঢ় হয় না৷ যৌনতা আর আবেগ সমার্থক নয়৷ যদি ভাবেন যৌনতাই প্রেম, তাহলে ভুল করবেন৷ যৌনতার অংশ হতে পারে প্রেম৷ কিন্তু সম্পূ্র্ণ প্রেম নয়৷
যৌন সম্পর্ক যে কোনও সম্পর্কের মাপকাঠি এটা ঠিকই৷ কিন্তু শুধুমাত্র সফল যৌনতা সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারে না৷ কারণ সম্পর্কের বন্ধন শুধুমাত্র যৌনতায় দৃঢ় হয় না৷ যৌনতা আর আবেগ সমার্থক নয়৷ যদি ভাবেন যৌনতাই প্রেম, তাহলে ভুল করবেন৷ যৌনতার অংশ হতে পারে প্রেম৷ কিন্তু সম্পূ্র্ণ প্রেম নয়৷
advertisement
6/8
দ্ব্ন্দ্ব সব সম্পর্কেই থাকে৷ আপনি কলহ থেকে দূরে থাকতে চাইলে বিবাদের মধ্যে ঢুকতে নাও পারেন৷ কিন্তু আপনার সঙ্গী থাকতে পারেন তাঁর অ্যাগ্রেশন নিয়েই৷ দু’জনের মধ্যে বিবাদ থাকলে এড়িয়ে যাবেন না ভাল থাকার অভিনয় করে৷ ঝগড়া না করেই এর মুখোমুখি হন৷
দ্ব্ন্দ্ব সব সম্পর্কেই থাকে৷ আপনি কলহ থেকে দূরে থাকতে চাইলে বিবাদের মধ্যে ঢুকতে নাও পারেন৷ কিন্তু আপনার সঙ্গী থাকতে পারেন তাঁর অ্যাগ্রেশন নিয়েই৷ দু’জনের মধ্যে বিবাদ থাকলে এড়িয়ে যাবেন না ভাল থাকার অভিনয় করে৷ ঝগড়া না করেই এর মুখোমুখি হন৷
advertisement
7/8
প্রতি সম্পর্কেই কিছু চৌহদ্দি বা সীমা থাকে৷ সেটা মেনে চলুন৷ সঙ্গীকে ব্যক্তিগত পরিসর দিন৷ সেখানে নাক গলাবেন না৷ নয়তো সম্পর্কে ঘুণ ধরতে পারে৷
প্রতি সম্পর্কেই কিছু চৌহদ্দি বা সীমা থাকে৷ সেটা মেনে চলুন৷ সঙ্গীকে ব্যক্তিগত পরিসর দিন৷ সেখানে নাক গলাবেন না৷ নয়তো সম্পর্কে ঘুণ ধরতে পারে৷
advertisement
8/8
ঝগড়া বা বিতণ্ডার সময় অতিরিক্ত আবেগপ্রবণ আপনি হয়ে পড়তেই পারেন৷ কিন্তু সরল ও নিষ্পাপ থেকে ভিক্টিম কার্ড খেলার চেষ্টা করবেন না৷ অর্থাৎ আপনি যে পরিস্থিতির শিকার, এটা দিয়ে সঙ্গীকে মানসিক চাপে রাখবেন না৷
ঝগড়া বা বিতণ্ডার সময় অতিরিক্ত আবেগপ্রবণ আপনি হয়ে পড়তেই পারেন৷ কিন্তু সরল ও নিষ্পাপ থেকে ভিক্টিম কার্ড খেলার চেষ্টা করবেন না৷ অর্থাৎ আপনি যে পরিস্থিতির শিকার, এটা দিয়ে সঙ্গীকে মানসিক চাপে রাখবেন না৷
advertisement
advertisement
advertisement