যৌন সম্পর্ক যে কোনও সম্পর্কের মাপকাঠি এটা ঠিকই৷ কিন্তু শুধুমাত্র সফল যৌনতা সম্পর্ক বাঁচিয়ে রাখতে পারে না৷ কারণ সম্পর্কের বন্ধন শুধুমাত্র যৌনতায় দৃঢ় হয় না৷ যৌনতা আর আবেগ সমার্থক নয়৷ যদি ভাবেন যৌনতাই প্রেম, তাহলে ভুল করবেন৷ যৌনতার অংশ হতে পারে প্রেম৷ কিন্তু সম্পূ্র্ণ প্রেম নয়৷