ডেঙ্গু হলে সারা শরীরে অসহ্য যন্ত্রণা হয় অনেকেরই (shiuli to cure dengue) ৷ এই সমস্যা দূর করে শিউলিপাতার ক্বাত্থ৷ ৫ গ্রাম করে শিউলিপাতা, শিউলিফুল এবং গাছের ছাল নিয়ে ২০০ গ্রাম জলে ফুটিয়ে নিন৷ জল কমে এসে আগের পরিমাণের এক চতুর্থাংশ হলে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন৷ গরম গরম এই পানীয় পান করলে গাঁটের ব্যথা থেকে মুক্তি মেলে৷
advertisement
আরও পড়ুন : সুস্থ থাকতে হেমন্ত-শীত জুড়ে ডায়েটে প্রয়োজন ধনেপাতা
শিউলিগাছের কয়েকটা পাতা নিয়ে মধুর সঙ্গে মিশিয়ে নিন৷ সর্দিকাশি থেকে মুক্তি দেয় এই মিশ্রণ৷ ফুল এবং পাতাকে একসঙ্গে ফুটিয়ে নিয়ে তৈরি করতে পারেন ক্বাত্থও৷ তার সঙ্গে দিয়ে দিন কয়েকটা তুলসিপাতা৷ সর্দিকাশি ও শ্লেষ্মা থেকে মুক্তি পেতে এই মিশ্রণ খুবই উপকারী৷
আরও পড়ুন : সহজে তারুণ্য ধরে রাখতে শীতে ত্বকের যত্নে চাই ক্যাস্টর অয়েল
জ্বরে শরীরে তাপমাত্রা বেড়ে গেলে পান করতে হবে শিউলিগাছের ছাল বা বাকল সিদ্ধ করা জল৷ মিশ্রণে দিতে পারেন তুলসিপাতাও৷ আয়ুর্বেদশাস্ত্র মতে, জ্বর থেকে উপশম দেবে এই মিশ্রণ৷ ডেঙ্গু ও ম্যালেরিয়ার জ্বরে এই পানীয় পান করার জন্য পরামর্শ দেন আয়ুর্বেদ চিকিৎসকরা৷
আরও পড়ুন : ডিমের খোলা ফেলে না দিয়ে ব্যবহার করুন সংসারের একাধিক প্রয়োজনে
শিউলিফুলের সুবাসিত তেল মুক্তি দেয় উদ্বেগের মানসিক যন্ত্রণা থেকে৷ মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে মন ভাল রাখতে সাহায্য করে এই সুবাসিত তেল৷
শিউলিগাছের তিন চারটে পাতা জলে ফুটিয়ে নিন৷ তার পর সেই জল ছেঁকে খালিপেটে দিনে দু’বার পান করতে হবে৷ সাইটিকার ব্যথা থেকে মুক্তি দেয় এই মিশ্রণ৷