TRENDING:

Shape of Nails : নখ দিয়ে যায় মানুষ চেনা, নখের আকৃতিই বলে দেয় মানুষের ব্যক্তিত্ব

Last Updated:

জানেন কি নখের গড়ন আপনার ব্যক্তিত্ব নিয়ে অনেক কথাই বলে (Shape of Nails reveal ones personality)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোনও ব্যক্তিকে প্রথম বার দেখলে তাঁর নখের দিকে (Shape of Nails) খুব বেশি চোখ পড়ে না৷ কিন্তু জানেন কি নখের গড়ন আপনার ব্যক্তিত্ব নিয়ে অনেক কথাই বলে (Shape of Nails reveal ones personality)৷
advertisement

চৌকো ডিম্বাকৃতি নখ-

এরকম নখ হলে তিনি খুব উচ্চাকাঙ্খী হন৷ সব সময় প্রশ্রয় দেন সদর্থক চিন্তাভাবনাকে৷ এরকম নখ যাঁদের হয়, তাঁরা খুব বেশি পরীক্ষানিরীক্ষা করেন না৷ কিন্তু জীবনে আভিজাত্য বজায় রাখতে ভালবাসেন৷

আরও পড়ুন : বিরিয়ানি, কোর্মার সুস্বাদু হয় বেরেস্তার গুণে, জেনে নিন মুচমুচে বেরেস্তার টিপস

advertisement

তীক্ষ্ণ নখ-

এই ধরনের নখ থাকলে তিনি খুব অনন্য এবং সৃষ্টিশীল স্বভাবের হন৷

স্টিলেট্টো নখ-

এই ধরনের নখ হলে তিনি খুব সাহসী ব্যক্তিত্বের অধিকারী হন৷ তাঁরা চ্যালেঞ্জ নিতে ভালবাসেন৷

আমন্ড বা আখরোট আকৃতি নখ-

নখের আকার এরকম হলে সেই ব্যক্তিত্ব বিস্তৃত কল্পনাশক্তির অধিকারী হন৷ অন্যান্যদের প্রতি তিনি খুবই দায়িত্ববান আচরণ পালন করেন৷ তবে একইসঙ্গে তাঁরা খুবই রগচটা স্বভাবের হন৷ রাগলে তাঁরা ভয়ঙ্কর হয়ে ওঠেন৷

advertisement

আরও পড়ুন : হলদেটে দাঁত ধবধবে সাদা করে তুলুন বাড়িতেই, নিয়মিত খান এই ফলগুলি

গোলাকৃতি নখ -

নখের আকার গোলাকৃতি হলে তাঁদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি খুব সদর্থক হয়৷ তাঁদের মনও খুব প্রসারিত৷ সাধারণত তাঁরা স্বাধীনচেতা এবং কোনও কিছু খুব তাড়াতাড়ি শিখে নিতে পারেন৷

সি অক্ষরের মতো কার্ভড নখ -

advertisement

এ ধরনের নখ কঠোর পরিশ্রমী মানসিকতার লক্ষণ৷ এ ধরনের মানুষ এক সময় বহু চ্যালেঞ্জ পাড়ি দিয়েছেন৷ সাহসী স্বভাবের এই ব্যক্তিত্ব কাজের প্রতি একনিষ্ঠ হন৷

আরও পড়ুন : পোশাক থেকে কসমেটিক্সের দাগ উঠতেই চাইছে না? রইল সহজ ঘরোয়া সমাধান

চৌকোকৃতি নখ -

চওড়া ও চৌকো নখের মানুষ খুব সিরিয়াস স্বভাবের হন৷ তবে অন্যদিকে তাঁরা খুবই অনমনীয়৷ কিন্তু তাঁরা যদি কম একবগ্গা হন, তাহলে জীবন অনেকটা মসৃণ হয়ে ওঠে তাঁদের কাছে৷

advertisement

তরবারি আকৃতি নখ -

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এ ধরনের নখ যাঁদের হয়, তাঁরা খুবই উচ্চাকাঙ্খী হন৷ এবং নিজেদের লক্ষ্যপূরণের জন্য যে কোনও দূরত্ব পাড়ি দিতে পারেন৷ পৌঁছতে পারেন যে কোনও উচ্চতায়৷ এই ব্যক্তিত্বের মানুষ রিল্যাক্স করতে ভালবাসেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Shape of Nails : নখ দিয়ে যায় মানুষ চেনা, নখের আকৃতিই বলে দেয় মানুষের ব্যক্তিত্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল