আরও পড়ুন- খাবারের সঙ্গে অল্প পরিমাণে ওয়াইন খান, নিয়ন্ত্রণে থাকবে টাইপ ২ ডায়াবেটিস!
গত পরশু, অর্থাৎ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day 2022) উপলক্ষ্যে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে সলমান (Salman Khan Painting) লিখেছেন, “তুমি যা করতে চাও করো, কিন্তু তোমার মাকে কষ্ট দিও না... শুভ নারী দিবস!” টেলিভিশনের রিয়েলিটি শো বিগ বসের (Bigg Boss) বিভিন্ন সিজন সঞ্চালনার সময় সলমান খানকে প্রায়ই এই কথাটিই বলতে শোনা যায়।
advertisement
এই ছবিটি আঁকার সময় একটি ভিডিও করা হয়েছে। তুলির প্রতিটি টানেই অত্যন্ত আত্মবিশ্বাসী মনে হয়েছে শিল্পীকে সলমান খানকে (Salman Khan Painting)। বলিউডের এই নায়কের শিল্পী সত্ত্বা তুলির আঁচড়ে ধীরে ধীরে মূর্ত করে তুলেছে মাদার তেরেসাকে।
চিত্রকর্মটিতে মূলত তিনজন নারীকে দেখা গিয়েছে, যাদের একজন হলেন মাদার তেরেসা (Mother Teresa)। তাঁর ডানদিকে রয়েছেন বোরখা পরা একজন মহিলা এবং বাম দিকে রয়েছেন কমলা রঙের ঘোমটা দেওয়া একজন মহিলা। তিনজনেরই চোখ বন্ধ। সলমান ছবিটির নাম দিয়েছেন ‘মাদারহুড’। নিজের প্রথম একক প্রদর্শনীতে এই ছবিটি তুলে ধরেছেন সলমান (Salman Khan Painting)।
আরও পড়ুন- অকালে হু হু করে পেকে যাচ্ছে চুল! ঘরোয়া টোটকাতেই থামবে চুল পাকার যন্ত্রণা
Google Arts and Culture এই চিত্রশিল্পটি সম্পর্কে জানিয়েছে, “মাদারের স্বার্থহীন যাপনে অনুপ্রাণিত হয়ে, শিল্পী তাঁর ছবিতে মাদার তেরেসাকে থিম হিসেবে ব্যবহার করেছেন৷ তাঁর চিত্রকর্মগুলি বড়, স্টাইলে অনন্য এবং দর্শকদের নতুন করে ভাবতে শেখায়।”
সলমান খানের শিল্প পরিচালনা করেন অশ্বিন গিদওয়ানি, বিয়িং হিউম্যান এবং আর্টিয়ার গ্যালারির সহযোগিতায় এজিপি ওয়ার্ল্ড, সন্দীপ ও গীতাঞ্জলি মাইনি ফাউন্ডেশন। সকলকেই এই পোস্টে ট্যাগ করা হয়েছে।